জবি ছাত্র অধিকার পরিষদ নেত্রীকে সাময়িক অব্যাহতি
২৩ অক্টোবর ২০২০ ১৯:১৪
জবি প্রতিনিধি: সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার দফতর সম্পাদক তিথী সরকারকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) জবি ছাত্র অধিকার পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। একইসঙ্গে বিজ্ঞপ্তিতে তিথি সরকারকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না সে বিষয়ে আগামী ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর জন্যও বলা হয়।
জানা যায়, তিথি সরকার দীর্ঘদিন ধরে সামাজিক মাধ্যম ফেসবুকে বিভিন্ন পোস্ট ও কমেন্টের মাধ্যমে ইসলাম ধর্মানুভূতিতে আঘাত করে এমন মন্তব্য করে আসছিলেন। সেসব পোস্ট ও কমেন্টের স্ক্রিটশর্ট বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপ ও ছাত্রছাত্রীদের মধ্যে ভাইরাল হলে সামাজিক মাধ্যমে এ বিষয়ে সমালোচনার ঝড় ওঠে। অনেকে তিথি সরকার ছাত্র অধিকার পরিষদে যুক্ত থাকার বিষয়ে সংগঠনটির নিন্দা জানায়। আবার কেউ কেউ তাকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কারের জন্য সামাজিক মাধ্যমে দাবি জানায়।
এরপরই জবি ছাত্র অধিকার পরিষদ থেকে তিথি সরকারকে সাময়িকভাবে বহিষ্কারের এ বিজ্ঞপ্তি দিতে দেখা যায়। উল্লেখ্য, তিথি সরকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগের ১৩ ব্যাচের শিক্ষার্থী।