Thursday 24 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল প্রধান শিক্ষকের


২৫ অক্টোবর ২০২০ ১১:৪৮

জয়পুরহাট: জয়পুরহাটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নুরজাহান বেগম (৫৫) নামে এক প্রধান শিক্ষকের মৃত্যু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) বিকেলে জয়পুরহাট-আক্কেলপুর সড়কের সুক্তাহার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জয়পুরহাট সদর থানার পুলিশ পরিদর্শক (ওসি,তদন্ত) সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত নুরজাহান বেগম আক্কেলপুর উপজেলার হাজিপাড়া গ্রামের ফারুক আহমেদের স্ত্রী এবং হাস্তা বসন্তপুর শাহ মাখদুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

বিজ্ঞাপন

ওসি সাইদুর রহমান জানান, নুরজাহান বেগম জয়পুরহাট শহর থেকে ছেলের সঙ্গে মোটরসাইকেলে আক্কেলপুরে তার বাড়িতে যাচ্ছিলেন। পথে সুক্তাহার এলাকায় বিপরীত দিক থেকে আসা অপর এক মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর অহত হন নুরজাহান বেগম। এসময় স্থানীয়রা উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জয়পুরহাট মোটরসাইকেল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর