Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৯৯৯ এ ফোন, এক ঘণ্টায় উদ্ধার হলো চুরি হওয়া গাড়ি


২৫ অক্টোবর ২০২০ ১৬:২৩ | আপডেট: ২৫ অক্টোবর ২০২০ ১৮:৩৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ৯৯৯ এ এক কলারের ফোন কলে এক ঘণ্টার মধ্যে ঢাকার বাড্ডা থেকে চুরি হওয়া মিনি ট্রাক সীতাকুণ্ড থেকে উদ্ধার করেছে চট্টগ্রামের সীতাকুণ্ড থানার পুলিশ।

রোববার (২৫ অক্টোবর) সকাল পৌনে ৯টায় জাকির হোসেন নামে একজন কলার ঢাকার বাড্ডা থেকে বাংলাদেশ পুলিশ পরিচালিত ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ এ ফোন করে জানান তার ঢাকা মেট্রো ন-২০-৪৭৮১ নম্বরের মিনি ট্রাকটি ভোর রাত চারটার দিকে চুরি হয়ে গেছে। গাড়িটিতে জিপিএস ট্র্যাকার লাগানো আছে, যার মাধ্যমে তিনি দেখতে পাচ্ছিলেন গাড়িটি বর্তমানে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের কাছাকাছি আছে এবং চট্টগ্রামের দিকে অগ্রসর হচ্ছিল।

৯৯৯ তাৎক্ষণিকভাবে কলারের সঙ্গে সীতাকুণ্ড থানার ডিউটি অফিসারের কথা বলিয়ে দেয়। সংবাদ পেয়ে সীতাকুণ্ড থানার একটি পেট্রোল টিম অবিলম্বে মহাসড়কে যায়।

বিজ্ঞাপন

পরে সকাল পৌনে ১০টায় সীতাকুণ্ড থানার এস আই মামুন আহমেদ ৯৯৯ কে ফোনে জানান বাড়বকুণ্ডের একটি বেসরকারি ব্যংকের এটিএম বুথের সন্নিকট থেকে চুরি হওয়া মিনি ট্রাকটি রাস্তার পাশে থামানো অবস্থায় উদ্ধার করা হয়। গাড়িটিতে কাউকে পাওয়া যায়নি। পুলিশের তৎপরতা টের পেয়ে চোররা রাস্তার পাশে গাড়িটি ফেলে রেখে পালিয়ে গেছে।

যথাযথ আইনি প্রক্রিয়ায় মিনি ট্রাকটি তার মালিককে হস্তান্তর করা হবে এবং চোরদের আটকের প্রচেষ্টা অব্যাহত আছে।

৯৯৯ পুলিশ বাংলাদেশ পুলিশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর