Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সারাবাংলার সংবাদে লাউয়াছড়ার রেঞ্জ কর্মকর্তা-বনপ্রহরী প্রত্যাহার


২৭ অক্টোবর ২০২০ ১০:২৬

মৌলভীবাজার: জেলার লাউয়াছড়ার প্রকৃতি ও বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোনায়েম হোসেন ও বনপ্রহরী বুলবুল মোল্লাকে প্রত্যাহার করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সোমবার (২৭ অক্টোবর) বিকেলে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ মৌলভীবাজারের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, ‘দায়িত্বে অবহেলার জন্য দুই জনকে প্রত্যাহার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় কোনো ব্যবস্থা নেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন।’

সম্প্রতি দেশের অন্যতম রেইন ফরেস্ট রিসোর্ট লাউয়াছড়া রিজার্ভ ফরেস্ট থেকে ৪০ থেকে ৫০ বছর বয়সী বিভিন্ন প্রজাতির মূল্যবান ১৭১টি গাছ পাচারের ঘটনা ঘটে। এতে রেঞ্জ অফিসার মোনায়েম হোসেন ও বনপ্রহরী বুলবুল মোল্লার সম্পৃক্ততার অভিযোগে সারাবাংলায় গত ২৩ তারিখে “লাউয়াছড়ায় গাছ চুরি: ‘কর্মকর্তাদের’ জড়িত থাকার অভিযোগ’ এবং গত ২৫ তারিখে ‘লাউয়াছড়ায় গাছ পাচার, অভিযোগ বন কর্মকর্তার বিরুদ্ধেই’ শিরোনামে দু’টি প্রতিবেদন প্রকাশ হয় সারাবাংলায়।

বনপ্রহরী বন্যপ্রাণী ব্যবস্থাপনা বন্যপ্রাণী সংরক্ষণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর