Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইরফান সেলিম ও দেহরক্ষীকে জিজ্ঞাবাসাদে ৭ দিনের রিমান্ড চায় পুলিশ


২৭ অক্টোবর ২০২০ ১৮:৪৭

ঢাকা: রাজধানীর কলাবাগান এলাকায় নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধর ও হত্যাচেষ্টার মামলায় প্রধান আসামি ইরফান সেলিম ও তার দেহরক্ষী মোহাম্মদ জাহিদকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।

ইরফান সেলিম ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে। তিনি নিজেও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।

মঙ্গলবার (২৭ অক্টোবর) মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার পরিদর্শক (নিরস্ত্র) আশফাক রাজীব হায়দার দুই আসামিকে গ্রেফতার দেখানোসহ তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করেন।

সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মো. আশ্রাফ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ধানমন্ডি থানা পুলিশ ইরফান সেলিম ও জাহিদকে গ্রেফতার দেখানোসহ সাত দিনের রিমান্ড আবেদন করেছে।

ইরফান সেলিম সম্পর্কিত আরও খবর-

হাজী সেলিমের ছেলে ইরফান ও দেহরক্ষীর ১ বছরের কারাদণ্ড

আগামীকাল বুধবার (২৮ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালতে এ বিষয়ে শুনানি হবে বলে জানান জিআরও।

এর আগে, সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে টাঙ্গাইল থেকে ইরফান সেলিমের ব্যক্তিগত কর্মকর্তা এ বি সিদ্দিকী দিপুকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। দিপু এই মামলার অন্যতম আসামি। তাকে মঙ্গলবার আদালতে উপস্থিত করে তদন্ত কর্মকর্তা জিজ্ঞাসাবাদের অনুমতি চাইলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিজ্ঞাপন

এদিকে, সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চকবাজারে ইরফান সেলিমের বাড়িতে অভিযান চালায় র‌্যাব। অভিযানে ওই বাড়িতে ইরফান সেলিমের ‘টর্চার সেলে’র সন্ধান মিলে। ওই বাড়ি থেকে বিপুল পরিমাণ ওয়াকিটকি, ইলেকট্রনিক ডিভাইস ছাড়াও দেশি-বিদেশি অস্ত্র এবং বিদেশি মদ ও বিয়ার উদ্ধার করে র‌্যাব। পরে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত ইরফান সেলিম ও তার দেহরক্ষী জাহিদকে অবৈধ অস্ত্র ও মাদক রাখার দায়ে একবছর করে কারাদণ্ড দেন।

এর আগে, রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যার পর রাজধানীর কলাবাগান এলাকায় হাজী সেলিমের গাড়ি থেকে নেমে নৌবাহিনীর একজন কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিফ আহমেদ খানকে মারধরের ঘটনা ঘটে।

এ ঘটনায় সোমবার ধানমন্ডি থানায় একটি মামলা দায়ের করেন ওয়াসিফ। মামলায় হাজী সেলিমের ছেলে ইরফান সেলিম, প্রোটকল অফিসার এ বি সিদ্দিক দিপু, মোহাম্মদ জাহিদ ও মিজানুর রহমানের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও তিন জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, লেফটেন্যান্ট ওয়াসিফ রোববার রাত পৌনে ৮টার দিকে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে কলাবাগানের দিকে যাচ্ছিলেন। ল্যাবএইড হাসপাতালের সামনে সংসদ সদস্যের স্টিকার লাগানো একটি কালো রঙের ল্যান্ড রোভার গাড়ি (ঢাকা মেট্রো-ঘ-১১-৫৭৩৬) পেছন থেকে তার মোটরসাইকেলে ধাক্কা দেয়।

ওয়াসিফ ও তার স্ত্রী ধাক্কা সামলে মোটরসাইকেল থেকে নামেন। এসময় গাড়ি থেকে জাহিদ, দিপু ও অজ্ঞাতপরিচয় আরও দুই-তিন জন অশ্লীল ভাষায় গালিগালাজ করতে করতে নেমে আসেন এবং মারধর শুরু করে। তারা লেফটেন্যান্ট ওয়াসিফ ও তার স্ত্রীকে ‘উঠিয়ে নেওয়া ও হত্যা’র হুমকি দেয় বলেও মামলায় অভিযোগ করা হয়েছে।

বিজ্ঞাপন

ইরফান সেলিম টপ নিউজ দেহরক্ষী মোহাম্মদ জাহিদ নৌবাহিনীর কর্মকর্তারে মারধর হাজী সেলিম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর