‘বাংলাদেশের পুঁজিবাজারের সম্ভবনার দুয়ার খুলেছে’
২৭ অক্টোবর ২০২০ ১৯:৩৫
ঢাকা: বাংলাদেশের পুঁজিবাজারের সম্ভবনার দুয়ার খুলেছে বলে মন্তব্য করেছেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। তিনি বলেন, ‘এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছে বিএসইসি।’
মঙ্গলবার (২৭ অক্টোবর) ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত অনলাইন নিউজপোর্টাল অর্থসূচকের সহযোগী প্রতিষ্ঠান আমার টাকার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম এসব কথা বলেন।
বিএসইসির চেয়ারম্যান বলেন, ‘পুঁজিবাজারের যে অপার সম্ভবনা রয়েছে সেই সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার কাজ করছে। আমরা চাই একটি স্বচ্ছ ও সুন্দর পুঁজিবাজার। আর তা গঠন করতে যেসব পদক্ষেপ দেওয়ার দরকার সরকার ও আমাদের পক্ষ থেকে সবই করা হচ্ছে।‘
অনলাইন নিউজ পোর্টাল ‘আমার টাকা’র সম্পাদক জিয়াউর রহমানের সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)-এর চেয়াম্যান ড. মো. মোশাররফ হোসেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) নির্বাহী প্রেসিডেন্ট অধ্যাপক ড. মাহমুদা আক্তার।
বিএসইসির চেয়ারম্যান বলেন, ‘বাংলাদেশে মাথাপিছু আয় বেড়ে যাচ্ছে। মাথাপিছু আয় বাড়ার কারণে ডিসক্লোজার (প্রদর্শিত) আয় বেড়ে যাচ্ছে। ডিসক্লোজার আয় বাড়লে সেভিংস রেট (সঞ্চয়ের হার) বেড়ে যায়। সেভিংস রেট বাড়ার কারণে বিনিয়োগের সুযোগ সৃষ্টি হয়। বর্তমানে দেশে সেভিংস বাড়ার কারণে বিভিন্ন জায়গায় নসতুন নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি হচ্ছে।‘
তিনি বলেন, ‘সারাবিশ্বে এমনকি ভারতেও মিউচ্যুয়াল ফান্ড হচ্ছে অল্টারনেটিভ ইনভেস্টের জায়গা। যারা ভালো বোঝেন না, তাদের জন্য সারাবিশ্বে হচ্ছে মিউচ্যুয়াল ফান্ড। এই মুহূর্তে আমাদের দেশে যত মিউচ্যুয়াল ফান্ড আছে, সবগুলোর সক্ষমতা আছে ১০-১৮ শতাংশ লভ্যাংশ দেওয়ার এবং কেউ কেউ দিচ্ছেও। সবাই ১০-এর ওপরে রিটার্ন দিচ্ছে।‘
তিনি বলেন, ‘এখানেও আমাদের নতুন অল্টারনেটিভ প্রোডাক্ট তৈরি করতে হবে। সে ক্ষেত্রে আমরা চেষ্টা করে যাচ্ছি বন্ড পপুলার করার জন্য। সরকারিভাবে বন্ড পপুলার করার চেষ্টা চলছে। আমাদের সুকুক বন্ড প্রাইভেট সেক্টর থেকে আসবে। এগুলোর রিটার্নও ভালো হবে। কারণ বন্ড মার্কেটে বিমা কোম্পানি ভালো ভূমিকা রাখতে পারে।’ এছাড়া বন্ড মার্কেটে সিকিউড করে বিমা কোম্পানি অনেক রেভিনিউ জেনারেট করতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, ‘আমাদের বাংলাদেশি ইনভেস্টমেন্ট ফোরাম ওয়ার্ল্ড ওয়াইড আমাদের সঙ্গে বসবেন। দুবাই, সাংহাই, হংকং, লন্ডন ও নিউইয়র্ক, সেখান থেকে বিনিয়োগকারীরা কীভাবে বাংলাদেশে বিনিয়োগ করা যায় আমাদের সঙ্গে ওয়ান টু ওয়ান কথা বলবে। আমরা চাই এখানে বড় ধরনের বিনিয়োগ আসুক। বিলিয়ন বললে কম হবে, ঠিক মতো করতে পারলে অনেক বিলিয়ন ডলার বিনিয়োগ চলে আসবে।‘
বিএসইসির চেয়ারম্যান আরও বলেন, ‘সারাবিশ্বে বিমা খাত যেমন ক্রেডিট ইন্স্যুরেন্স করে বিপুল প্রিমিয়াম আয় করে, বাংলাদেশেও ব্যাংক ইন্স্যুরেন্স এবং ক্রেডিট ইন্স্যুরেন্স করে বিমা খাতে প্রচুর টাকা আয় করা সম্ভব। আমাদের যদি এক-দেড় বছর সময় দেন বন্ড, মিউচ্যুয়াল ফান্ড, ইসলামিক সুকুক বন্ডে বড় ধরনের সুখবর আসবে।‘
আইডিআরএ‘র চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেন বলেন, ‘আমরা বিমা কোম্পানিগুলোর খরচ কমানোর পদক্ষেপ নিয়েছি। আগে যেকোনো বিমা কোম্পানিগুলো ৬৫-৭০ শতাংশ খরচ করতো। আমরা একটাকে কমিয়ে ১৫ শতাংশে নামিয়ে আনার পদক্ষেপ নিয়েছি। এসব উদ্যোগ নেওয়ার ফলে সম্প্রতি আমরা বিমা কোম্পানির শেয়ারে বড় একটা প্রতিক্রিয়া দেখতে পারছি।’
উল্লেখ্য, ‘আমার টাকার’ নতুন এই পোর্টালটি সঞ্চয়, বিনিয়োগ, ব্যাংকিং, বিমা, আবাসান, আয়কর ও কেনাকাটা সংক্রান্ত বিষয়ে তথ্যপূর্ণ ফিচার প্রকাশ করবে। এছাড়া থাকবে এসব বিষয়ের ওপর গুরুত্বপূর্ণ নানা টিপস থাকবে বলে জানিয়েছেন অনলাইনটির সম্পাদক জিয়াউর রহমান।