Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবেদনের ৩ ঘণ্টার মাথায় বিদ্যুৎ সংযোগ পেলেন হালিমা বিবি


২৭ অক্টোবর ২০২০ ২১:২৭ | আপডেট: ২৮ অক্টোবর ২০২০ ০২:৫৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিনাজপুর (হিলি): দিনাজপুরের হিলিতে পল্লী বিদ্যুৎ অফিসে আবেদন করে তিন ঘণ্টার মাথায় বাড়িতে বিদ্যুৎ সংযোগ পেয়েছেন হালিমা বিবি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় হিলি পল্লী বিদ্যুৎ অফিসে আবেদন করেন হালিমা। পরে দুপুর দেড়টায় উপজেলার দক্ষিণ বাসুদেবপুর ক্যাম্পপট্টি এলাকায় তার বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে।

হিলি পল্লী বিদুৎ অফিসের এজিএম সাইদুর রহমান বলেন, ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে— এটা সরকারের প্রতিশ্রুতি। সে অনুযায়ী আমাদের নির্দেশনা দেওয়া আছে। তাই আমরা সবসময় দ্রুত বিদ্যুৎ সংযোগ দিতে কাজ করছি।

সাইদুর বলেন, হালিমা বিবি আজ আমাদের অফিসে এসে বিদ্যুৎ সংযোগের জন্য আবেদন করেন। আমরা দ্রুত তার বাড়িতে গিয়ে বিদ্যুৎ সংযোগ দিয়েছি।

বিজ্ঞাপন

হাকিমপুর উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন হয়েছে বলে জানান হিলি পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম সাইদুর রহমান। তিনি বলেন, এ কারণে আমরা কাজ করে যাচ্ছি যেন একটি বাড়িও বিদুৎবিহীন না থাকে।

বিদ্যুৎ সংযোগ হিলি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর