চবির মৃত্তিকা বিজ্ঞানের প্রতিষ্ঠাতা সভাপতির মৃত্যু
২৮ অক্টোবর ২০২০ ১৬:১৫
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি ও জীববিজ্ঞান অনুষদের সাবেক ডিন অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. খান তৌহিদ ওসমান মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাত তিনটার দিকে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন চবির সাবেক এই অধ্যাপক। চবি মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘তৌহিদ স্যারের বেশ কিছুদিন ফুসফুসে সমস্যা ছিল। গত রাতে নিজ বাসায় মারা যান। স্যারকে গাজীপুরের কাপাসিয়ার দাফন করা হবে।’
অধ্যাপক ড. খান তৌহিদ ওসমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। এছাড়াও তিনি জীববিজ্ঞান অনুষদের সাবেক ডিন, প্রক্টর, ছাত্র উপদেষ্টাসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তার লেখা বেশ কয়েকটি বই শিক্ষক-শিক্ষার্থীদের কাছে বেশ সমাদৃত। ইউজিসি পদকেও ভূষিত হয়েছেন তিনি।