বসলো পদ্মাসেতুর ৩৫তম স্প্যান, দৃশ্যমান সোয়া ৫ কিলোমিটার
৩১ অক্টোবর ২০২০ ১৬:৩৩
ঢাকা: পদ্মাসেতুর ৩৫ তম স্প্যান স্থাপন করা হয়েছে। এখন দৃশ্যমান সোয়া পাঁচ কিলোমিটার সেতু। শনিবার (৩১ অক্টোবর) সকাল ৯ টা থেকে মাওয়া প্রান্তে স্প্যান স্থাপন প্রক্রিয়া শুরু হয়। দুপুর পৌনে ৩টায় মধ্যে এটি স্থাপন প্রক্রিয়া সম্পন্ন হয়।
৪১টি স্প্যানের পদ্মাসেতুতে ৩৫টি বসানোর ফলে বাকি থাকছে আর ছয়টি স্প্যান।
সেতু কর্তৃপক্ষ জানায় এরপর ৪ নভেম্বর ৩৬ তম, ১১ নভেম্বর ৩৭ তম, ১৬ নভেম্বর ৩৮ তম, ২৩ নভেম্বর ৩৯ তম, ২ ডিসেম্বর ৪০ তম স্প্যান উঠানো হবে। এরপর পদ্মাসেতুর সবশেষ এবং ৪১তম স্প্যানটি বসবে ১০ ডিসেম্বর সেতুর ১২ এবং ১৩ নম্বর খুঁটিতে।
সেতু সচিব মো. বেলায়েত হোসেন সারবাংলাকে জানান, আগামী মাসেও চারটি স্প্যান বসানো হবে। ডিসেম্বরের মধ্যে বাকি স্প্যান বসিয়ে দেওয়া হবে। এখন প্রতি সপ্তাহে পদ্মা সেতুতে স্প্যান যোগ হতে থাকবে।
২০২১ সালের ডিসেম্বরে খুলবে বাংলাদেশের স্বাধীনতার পর সবচেয়ে বড় কোনো নির্মাণ অবকাঠামো এবং সমসাময়িক বিশ্বের সবচেয়ে বড় সেতু পদ্মাসেতু। প্রমত্তা নদীর ওপর তখন গাড়ি চলতে দেখা যাবে।