Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোটরসাইকেল কিনে না দেওয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা


৩১ অক্টোবর ২০২০ ২০:৪৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর কদমতলী মোহাম্মদবাগ এলাকায় হাসিবুল হোসেন মুন্না (১৮) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মোটরসাইকেল কিনে না দেওয়ায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্বজনরা।

শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এই ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সন্ধ্যা ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

মুন্নার বাবা আনোয়ার হোসেন জানান, মুন্না করোনাভাইরাস প্রাদুর্ভাবের আগে কোম্পানিতে চাকরি করলেও বর্তমানে কিছুই করতো না। দুই ভাই ও এক বোনের মধ্যে সবার ছোট ছিল মুন্না। তাকে ইতালি পাঠানোর কথা চলছিল।

তিনি আরও বলেন, ‘কয়েকদিন আগে সে মোটরসাইকেল কিনে দেওয়ার বায়না করে। কিছুদিন পরে তাকে মোটরসাইকেল কিনে দিবে বলেও রাজি হই। তবে সে কয়েকদিনের মধ্যেই কিনে দিতে দাবি করে। এ বিষয় নিয়ে গতরাতে সে মন খারাপ করে। এরপর সারাদিন বাসায়ই ছিল। সন্ধ্যায় তার রুমের দরজা বন্ধ করে গলায় ফাঁস দেয় সে।’

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের (পরিদশর্ক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

কদমতলী গলায় ফাঁস মোটরসাইকেল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর