তুরস্কে ভূমিকম্প: নিহতের সংখ্যা বেড়ে ৫৮
১ নভেম্বর ২০২০ ১৮:৪৪
এজিয়ান সাগরের উপকূলে আঘাত হানা ভূমিকম্পে তুরস্কে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮। দেশটিতে আরও প্রায় আট শতাধিক ব্যক্তির আহত হওয়ার খবর মিলেছে। পুরোপুরি বা আংশিকভাবে প্রায় ২০টিরও বেশি ভবন ভেঙে পড়েছে। ভূমিকম্পের প্রভাবে উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাসও আঘাত হেনেছে। ধ্বংসস্তুপে এখনও উদ্ধার কাজ চলছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, কমপক্ষে ৬৮২ জন আহত ব্যক্তি হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। তবে আরও ২১৪ জন এখনও চিকিৎসাধীন।
এদিকে ভূমিকম্পের ৩৪ ঘণ্টা পর ধ্বংসস্তুপ থেকে আহমেত সিতিম নামের ৭০ বছর বয়েসি এক বৃদ্ধকে জীবিত উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা। এ ব্যাপারে দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফাহরেতিন কোকা টুইটারে বলেন, “আমি কখনই আশা হারাইনি”।
এর আগে গত শুক্রবার (৩০ অক্টোবর) তুরস্কের স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ মিনিটে (বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিট) এজিয়ান সাগর উপকূলে ভূমিকম্পটি আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির শক্তিমত্তা ছিল রিখটার স্কেলে ৭ মাত্রা, যদিও তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা সংস্থা (এএফএডি) বলেছে, এটি ছিল ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প।
তুরস্কে মুহূর্তেই ধসে গেল বহুতল ভবন (ভিডিও)
বিশ্বের দেশগুলোর মধ্যে তুরস্ক অন্যতম ভূমিকম্পপ্রবণ এলাকা। রাজধানী ইস্তাম্বুলের দক্ষিণ-পূর্বে অবস্থিত ইজমিত শহরে ১৯৯৯ সালের আগস্টে ৭ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছিল। ওই সময় ১৭ হাজারেরও বেশি মানুষ মারা যায়। এছাড়া ২০১১ সালে পূর্বাঞ্চলীয় শহর ভানে প্রায় পাঁচশ মানুষ মারা যায় ভূমিকম্পের আঘাতে।