করোনাকালে শরীরচর্চায় ‘স্ট্রেন্থ ক্যাম্প’ চালু
২ নভেম্বর ২০২০ ১৬:১৫
চট্টগ্রাম ব্যুরো: শরীরচর্চার আধুনিক সব যন্ত্রপাতির বহর নিয়ে চট্টগ্রামে যাত্রা শুরু করেছে ‘স্ট্রেন্থ ক্যাম্প’। করোনাকালে নিয়মিত শরীরচর্চার মাধ্যমে সুস্থ-সবল থাকার লক্ষ্য নিয়ে এই প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
রোববার (১ নভেম্বর) রাতে নগরীর জিইসি এলাকার হান্ডি বিস্ট্রো রেস্টুরেন্টের ওপরে চতুর্থ তলায় এই জিম উদ্বোধন হয়। স্ট্রেন্থ ক্যাম্পের প্রতিষ্ঠাতা জাবির আহসান সারাবাংলাকে বলেন, ‘আমি চিকিৎসা বিজ্ঞানের ছাত্র। করোনার সংক্রমণ শুরুর পর আমি যেটা দেখেছি, যারা নিয়মিত শরীরচর্চা করেন, করোনা তাদের খুব বেশি কাবু করতে পারেনি। শরীর সুস্থ-সবল রাখলে করোনা মোকাবিলা সম্ভব। সেই বিষয়টি মাথায় রেখেই সব বয়সী, শ্রেণি-পেশার সচেতন মানুষের জন্য আধুনিক যন্ত্রপাতি এবং ট্রেইনার দিয়ে আমরা এই জিম চালু করেছি।’
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জিমে শরীরচর্চার ক্ষেত্রে শুরুতে অ্যাডমিশন ফি পুরোপুরি ফ্রি করা হয়েছে যা নভেম্বর মাসজুড়ে চলবে। প্রতি মাসের জন্য ফ্রি তিন হাজার টাকা, প্রতি তিন মাসের জন্য ৮ হাজার টাকা; প্রতি ছয় মাসের জন্য ১৫ হাজার টাকা এবং ১ বছরের জন্য ২৮ হাজার টাকা।
উদ্বোধন উপলক্ষে প্রথম ১০ জনকে ১ লাখ ২০ হাজার টাকায় লাইফটাইম মেম্বারশিপ অফার দিয়েছে কর্তৃপক্ষ। সাধারণ সময়ের জন্য লাইফটাইম মেম্বারশিপ হতে দেড় লাখ টাকা লাগবে।
চট্টগ্রাম অন্য জিমগুলো সপ্তাহের ৭দিন খোলা থাকে না কিন্তু স্ট্রেন্থ ক্যাম্প সপ্তাহের প্রতি শুক্রবার বিকেল চারটা থেকে ছয়টা পর্যন্ত খোলা থাকবে; একই সাথে জিম শেষে ক্যালোরি বেইজড বিশেষ খাবারের আয়োজন রেখেছে কর্তৃপক্ষ. একই সাথে প্রতিদিন স্টিম নেয়ার সুযোগ থাকছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আশীষ ভদ্র, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান, মীরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর চৌধুরী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ভূঁইয়া, চট্টগ্রাম মহানগর সাবেক ছাত্রনেতা আরশেদুল আলম বাচ্চু এবং মীরসরাই উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক এরাদুল হক ভুট্টো, মিস্টার বাংলাদেশ খ্যাত শেখ জামাল এবং মোহাম্মদ আশরাফ আলী মুরাদ, স্ট্রেন্থ ক্যাম্প এর স্বত্বাধিকারী কামরুল আহসান হাবিব এবং ওয়ার্কিং পার্টনার মো. শাহজালাল।