ফ্লোরিডা-টেক্সাস ফের ট্রাম্পের দখলে, বাইডেনকে ধরে ফেলছেন ট্রাম্প
৪ নভেম্বর ২০২০ ১২:২৭ | আপডেট: ৪ নভেম্বর ২০২০ ১৩:৪৮
ভোটগণনার শুরু থেকেই পিছিয়ে থাকা রিপাবলিকান প্রার্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘুরে দাঁড়িয়েছেন। তার চেয়েও বড় কথা, ব্যাটলগ্রাউন্ড স্টেট বা সুইং স্টেটগুলোতেই একের পর এক জয় নিশ্চিত করছেন তিনি। সবশেষ খবর বলছে, এ ধরনের রাজ্যগুলোর মধ্যে বৃহত্তম দুই রাজ্য টেক্সাস ও ফ্লোরিডায় জয় পেয়েছেন ট্রাম্প। তাতে করে মোট ইলেকটোরাল কলেজের দৌড়ে বাইডেনের অনেক কাছে চলে এসেছেন তিনি।
মার্কিন বার্তা সংস্থা এপি ছাড়াও সিএনএন এ তথ্য নিশ্চিত করেছে। এই দুই রাজ্যজয়ের মাধ্যমে সার্বিকভাবেও হোয়াইট হাউজের দৌড়ে অনেকটাই বাইডেনের কাছাকাছি চলে এসেছেন ট্রাম্প। সবশেষ বুধবার (৪ নভেম্বর) বাংলাদেশ সময় দুপুর সোয়া ১২টার তথ্য বলছে, জো বাইডেন দীর্ঘ সময় ধরেই আটকে রয়েছেন ২২৪টি ইলেকটোরাল কলেজে। এর বিপরীতে ট্রাম্পের এখনকার ইলেকটোরাল কলেজের সংখ্যা ২১২। বলা যায়, বাইডেনকে ধরেই ফেলেছেন ট্রাম্প।
আরও পড়ুন-
- ট্রাম্প নাকি বাইডেন?
- ট্রাম্প-বাইডেন দ্বৈরথ জমে উঠছে
- সুইং স্টেটগুলোতে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে ট্রাম্প
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন: ভোট শুরু ভারমন্ট থেকে
- শেষ মুহূর্তে ‘ব্যাটলগ্রাউন্ড স্টেটে’ ছুটেছেন ট্রাম্প-বাইডেন
অ্যারিজোনা আর নিউ হ্যাম্পশায়ার ছাড়া ব্যাটলগ্রাউন্ড স্টেটগুলোতে অবশ্য ট্রাম্প বরাবরই এগিয়ে ছিলেন বাইডেনের চেয়ে। ঘণ্টাখানেক আগের খবর বলছিল, ফ্লোরিডাতে ট্রাম্পের পক্ষে ছিল ৫১ দশমিক ২ শতাংশ ভোট। বিপরীতে বাইডেনের ভোট ছিল ৪৭ দশমিক ৯ শতাংশ। আবার টেক্সাসে ট্রাম্পের ৫২ দশমিক ২ শতাংশ ভোটের বিপরীতে বাইডেনের পক্ষে ছিল ৪৬ দশমিক ৪ শতাংশ ভোট।
এখনকার খবর বলছে, ৫১ দশমিক ৩ শতাংশ ভোট নিয়ে ফ্লোরিডা জয় করেছেন ট্রাম্প। ৪৭ দশমিক ৮ শতাংশ ভোট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে বাইডেনকে। অন্যদিকে টেক্সাস জয়ের পথে ট্রাম্পের পক্ষে রয়েছে ৫২ দশমিক ২ শতাংশ ভোট। বিপরীতে বাইডেন পেয়েছেন ৪৬ দশমিক ৪ শতাংশ।
২০১৬ সালের নির্বাচনে হিলারি ক্লিনটনের বিপক্ষে নির্বাচনি যুদ্ধ জয়ে অন্যতম নিয়ামক ছিল ব্যাটলগ্রাউন্ড বা সুইং স্টেটগুলোর মধ্যে বৃহত্তম দুই রাজ্য ফ্লোরিডা ও টেক্সাস। ওই নির্বাচনে দুই রাজ্যেই হিলারি ‘ফেভারিট’ থাকলেও জয় ছিনিয়ে এনেছিলেন ট্রাম্প। তাতেই তার হোয়াইট হাউজে প্রবেশের রাস্তা অনেকটাই সুগম হয়েছিল। এবারেও এই দুই রাজ্যে ডেমোক্রেটদের অনেক প্রচেষ্টা সত্ত্বেও জয় ছিনিয়ে আনলেন ট্রাম্প। এখন দেখার বিষয়, এই দুই রাজ্যের ভোট হোয়াইট হাউজের পথে ট্রাম্পকে কতটা এগিয়ে দেয়।
জো বাইডেন টেক্সাস ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডা ব্যাটলগ্রাউন্ড স্টেট মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন-২০২০ সুইং স্টেট