Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিসাবের পাল্লা ভারি হচ্ছে, ট্রাম্পই থাকছেন হোয়াইট হাউজে?


৪ নভেম্বর ২০২০ ১৩:৩৩ | আপডেট: ৫ নভেম্বর ২০২০ ০১:২১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সব জল্পনা-কল্পনা অবসান হওয়ার পথে। ভোটগ্রহণ শেষ। ভোটগণনাও অনেকদূর এগিয়ে গেছে। হাতে চলে এসেছে বেশিরভাগ রাজ্যের ফল। তাতে এখন পর্যন্ত ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন এগিয়ে। তবে যেসব রাজ্যের ফল এখনো আসেনি, সেগুলোতে এগিয়ে রয়েছেন বর্তমান প্রেসিডেন্ট রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সেই অগ্রগামিতা ধরে রাখতে পারলে ইলেকটোরাল কলেজের হিসাবে শেষ পর্যন্ত ট্রাম্পই হতে পারেন মার্কিন প্রেসিডেন্ট। অর্থাৎ আরও চার বছরের জন্য হোয়াইট হাউজে থাকবেন তিনিই।

বুধবার (৪ নভেম্বর) বাংলাদেশ সময় দুপুর ১টার সময় মার্কিন বার্তা সংস্থা এপি’র তথ্য বলছে, ২২৫টি ইলেকটোরাল কলেজ পেয়ে এগিয়ে রয়েছেন জো বাইডেন। ভোট গণনার শুরুর দিতে যথেষ্টই পিছিয়ে ছিলেন ট্রাম্প। তবে ধীরে ধীরে গুরুত্বপূর্ণ বেশকিছু রাজ্যে তিনি জয় ছিনিয়ে নিয়েছেন। তাতে করে এখন বাইডেনের খুব কাছাকাছি চলে এসেছেন তিনি। তার দখলে রয়েছে ২১৩টি ইলেকটোরাল কলেজ।

বিজ্ঞাপন

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মোট ইলেকটোরাল কলেজের সংখ্যা ৫৩৮টি। সে হিসাবে একজন প্রার্থীকে প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেতে হলে কমপক্ষে ২৭০টি ইলেকটোরাল কলেজ পেতে হয়। সে অনুযায়ী এই কাঙ্ক্ষিত সংখ্যা থেকে জো বাইডেন ৪৫ ও ট্রাম্প ৫৭টি ভোট পিছিয়ে আছেন। তবে এখনো যেসব রাজ্যের ফল পাওয়া যায়নি, সেসব রাজ্যের বর্তমান অবস্থা বলছে, ট্রাম্পের জিতে যাওয়ার বড় সুযোগ রয়েছে।

আরও পড়ুন-

ফ্লোরিডা-টেক্সাস ফের ট্রাম্পের দখলে, বাইডেনকে ধরে ফেলছেন ট্রাম্প

সুইং স্টে বা ব্যাটলগ্রাউন্ড স্টেটগুলোর মধ্যে অ্যারিজোনা (ইলেকটোরাল কলেজ ১১টি), জর্জিয়া (১৬), মিশিগান (১৬), নেভাদা (৬), নর্থ ক্যারোলাইনা (১৫), পেনসিলভ্যানিয়া (২০) ও উইসকনসিন (১০) রাজ্যের ফল এখনো আসেনি। এই সাতটি রাজ্যে মোট ইলেকটোরাল কলেজ রয়েছে ৯৪টি। ফলে এই সাতটি রাজ্যের ফলেই নির্ধারণ হবে জয়-পরাজয়। এবার এই সাতটি রাজ্যে কার কী অবস্থা, সেদিকে একনজর চোখ বুলানো যাক।

সাতটি রাজ্যের মধ্যে অ্যারিজোনা ও নেভাদায় এগিয়ে রয়েছেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। এপি বলছে, এই দুই রাজ্যের মধ্যে অ্যারিজোনায় ৭৮ শতাংশ ও নেভাদায় ৬৭ শতাংশ ভোটগণনা শেষ হয়েছে। তাতে অ্যারিজোনাতে ৬ শতাংশ ও নেভাদায় ৩ শতাংশ ব্যবধানে বাইডেন এগিয়ে। এই দু’টি রাজ্যে বাইডেন জয় পেলে তার ঝুলিতে ১৭টি ইলেকটোরাল যুক্ত হবে। তাতে ইলেকটোরাল কলেজ হবে ২৪২টি।

এদিকে, যে পাঁচটি রাজ্যে ট্রাম্প এগিয়ে, তার মধ্যে জর্জিয়াতে ২ দশমিক ৬ শতাংশ, মিশিগানে ৮ দশমিক ৬ শতাংশ, নর্থ ক্যারোলাইনাতে ১ দশমিক ৪ শতাংশ, পেনসিলভ্যানিয়াতে ১৩ দশমিক ৪ শতাংশ ও উইসকনসিনে ৪ দশমিক ১ শতাংশ ভোটে এগিয়ে আছেন ট্রাম্প। এসব রাজ্যের মধ্যে জর্জিয়াতে ৯৩ শতাংশ, নর্থ ক্যারোলাইনাতে ৯৪ শতাংশ ও উইসকনসিনে ৯০ শতাংশ ভোট রিপোর্টিং বলে জানিয়েছে এপি। বাকি যতগুলো ভোটগণনা বাকি আছে, তাতে বিদ্যমান ব্যবধান পার করে বাইডেনের জয় পাওয়ার সম্ভাবনা বেশ কমই। ফলে এই তিন রাজ্যের ৪১টি ইলেকটোরাল কলেজ ট্রাম্পের দখলে যাওয়ার সম্ভাবনাই বেশি।

অন্যদিকে, মিশিগান ও পেনসিলভ্যানিয়াতে যথাক্রমে ৭০ শতাংশ ও ৬৪ শতাংশ রিপোর্টিং। অর্থাৎ দুইটি রাজ্যেই প্রায় দুই-তৃতীয়াংশ ভোট গণনা শেষ। তাতে ট্রাম্প যে স্পষ্ট ব্যবধান তৈরি করেছেন, তাতে এই দুইটি রাজ্যে তার জয় অনেকটাই নিশ্চিত। এই দুইটি রাজ্যের ইলেকটোরাল কলেজ ৩৬টি। এগুলো ঝুলিতে পুড়তে পারলে তার ইলেকটোরাল কলেজ দাঁড়াবে ২৪৯টিতে।

এর সঙ্গে উইসকনসিনে ৯০ শতাংশ ভোট রিপোর্টিং নিয়ে ৪ দশমিক ১ শতাংশের ব্যবধান থাকায় এখানকার ১০টি ইলেকটোরাল কলেজও ট্রাম্পের প্রায় নিশ্চিত। সেক্ষেত্রে তার ইলেকটোরাল কলেজ দাঁড়াবে ২৫৯টিতে। এর সঙ্গে তখন এগিয়ে থাকা জর্জিয়া বা নর্থ ক্যারোলাইনার যেকোনো একটি রাজ্যে জয়ই ট্রাম্পকে ২৭০টি ইলেকটোরাল কলেজের ম্যাজিক ফিগারে পৌঁছে দেবে। আর তাতেই নিশ্চিত হবে হোয়াইট হাউজের বারান্দায় তার দ্বিতীয় মেয়াদ।

এখন পর্যন্ত ভোট আর ইলেকটোরাল কলেজের এই যে হিসাব, সেই হিসাবই কি শেষ পর্যন্ত টিকে থাকবে? নাকি অনেকখানি পিছিয়ে থেকেও পেনসিলভ্যানিয়া বা মিশিগানের মতো রাজ্য ট্রাম্পের দখল থেকে নিজের দখলে নিতে পারবেন বাইডেন? অথবা ছোট ব্যবধানগুলোকেও অতিক্রম করে লালের দিকে থাকা রাজ্যগুলোকে নীল রঙে রাঙিয়ে দেবে ডেমোক্রেট?

এসব প্রশ্নের উত্তরই বলে দেবে, মার্কিন যুক্তরাষ্ট্রে আগামী ৪ বছরের জন্য প্রেসিডেন্ট কে হতে যাচ্ছেন। কাগজে-কলমের যে হিসাব, তাতে এখন পর্যন্ত ট্রাম্পের দিকেই পাল্লা ভারি বলেই মনে হচ্ছে। কিন্তু যে ব্যালটগুলোর গণনা বাকি রয়েছে, সেই ব্যালটগুলো বাইডেনের পক্ষে রায় দিলে চূড়ান্ত জনরায়ে বাইডেনও হয়ে যেতে পারেন হোয়াইট হাউজের আগামী চার বছরের অতিথি। আগামী কয়েক ঘণ্টার মধ্যেই এই অপেক্ষার অবসান ঘটবে নিশ্চয়।

জো বাইডেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন-২০২০ সুইং স্টেট

বিজ্ঞাপন

পবিত্র আশুরা আজ
৬ জুলাই ২০২৫ ০৩:১৮

আরো

সম্পর্কিত খবর