Wednesday 14 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুরে কিশোরী ধর্ষণ: আসামির যাবজ্জীবন কারাদণ্ড


৪ নভেম্বর ২০২০ ১৬:৫৪

প্রতীকী ছবি

রংপুর: রংপুরের বদরগঞ্জে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা  মামলায় মোশফেকুর নামে এক আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।  বুধবার (৪ নভেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক রোকোনুজ্জামান  এ রায় দেন।

এছাড়া ওই কিশোরীর গর্ভপাত ঘটানোর দায়ে আরো দশ বছর কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ এর সরকারি আইনজীবী এম এ এ জাহাঙ্গীর হোসেন তুহিন জানান, ২০১০ সালে ওই কিশোরীর ভাই বাদী হয়ে বদরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। দীর্ঘ ১০ বছর পর মামলাটির রায় হলো। রায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী সন্তোষ প্রকাশ করেন।  আসামি মোশফেকুর পলাতক রয়েছেন।

ধর্ষণ যাবজ্জীবন রংপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর