Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঝরছে কুয়াশা, তাপমাত্রা কমবে আরও


৫ নভেম্বর ২০২০ ১৬:০৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ঘাসপাতায় জমা শিশির জানান দিচ্ছে শীতের আগমনী। এখন সকাল হতেই দেশের বিভিন্ন অঞ্চলে সকালে কুয়াশা ঝরতে শুরু করেছে। এমনকি রাতেও থাকছে কুয়াশাচ্ছন্ন। ঢাকা শহরেও রাতে এখন শীতের আবহ পাওয়া যাচ্ছে।

আবহাওয়া অধিদফতর বলছে, চট্রগ্রাম অঞ্চল বাদে দেশের আবহাওয়া শুষ্ক রয়েছে। রাতে কোনো কোনো অঞ্চলে তামপাত্রা ২০ ডিগ্রির নিচেও নামছে। আগামী তিন দিনে রাতের তাপমাত্রা আরও কমতে পারে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে এমন তথ্যই দিচ্ছে আবহাওয়া অধিদফতর।

অধিদফতর বলছে, চট্টগ্রাম অঞ্চলে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে দেশের অন্যত্র আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রংপুর ও রাজশাহী বিভাগে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। কিন্তু দেশের অন্যত্র তাপমাত্রা সামান্য কমতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে আগামী তিন দিন রাতের তাপমাত্রা আরও কমতে পারে।

বিজ্ঞাপন

আবহাওয়া অধিদফতর বলছে, আজকে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ৩০ দশমিক ৫ ডিগি সেলসিয়াস এবং সর্বনিম্ম ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সকালে বাতাসের আদ্রতা ছিল ৫৪ শতাংশ এবং বিকেলে তা কমে দাঁড়াবে ৩০ শতাংশে।

কমবে কুয়াশা রাতের তাপমাত্রা শীত

বিজ্ঞাপন

পবিত্র আশুরা আজ
৬ জুলাই ২০২৫ ০৩:১৮

আরো

সম্পর্কিত খবর