Wednesday 23 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বসুন্ধরা সিমেন্ট কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫


৮ নভেম্বর ২০২০ ১৪:১২

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের মদনগঞ্জ এলাকায় বসুন্ধরা সিমেন্ট কারখানায় কোল্ড মেশিন বিস্ফোরণে ৫ জন দগ্ধ হয়েছেন। রোববার (৮নভেম্বর) সকাল ১০টার দিকে বিষ্ফোরণের ঘটনা ঘটে। দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাষ্টিক সার্জারী ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন- মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  সাইফুজ্জামান সোহাগ (২৮), নিজস্ব ফায়ার ম্যান দেওয়ান আলী (৪৫), রাহাতুল আরেফিন (২৮), আবুল কালাম আজাদ (২৮) ও শ্রমিক মাসুদ রানা (২৫)।

বিজ্ঞাপন

দগ্ধ সাইফুজ্জামান সোহাগ জানান, তারা মদনগঞ্জ বসুন্ধরা সিমেন্ট কারখানায় কাজ করেন। সকালে কারখানার কয়লা পোড়ানোর কোল্ড মেশিনে আগুন ধরে। খবর পেয়ে ফায়ারম্যানসহ কয়েকজন মেশিনের আগুন নেভানোর চেষ্টা করি। তখন হঠাৎ মেশিনে বিস্ফোরণ হয়। সেই আগুনেই দগ্ধ হই।

ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানান, নারায়ণগঞ্জ বন্দর সিমেন্ট কারখানা থেকে ৫জন দগ্ধ হয়ে হাসপাতালে এসেছে। এদের মধ্যে রানার ৫ শতাংশ, আজাদের ৭ শতাংশ, রাহাতুলের ২ শতাংশ, সোহাগের ১৩ শতাংশ ও দেওয়ান আলীর ২ শতাংশ দগ্ধ হয়েছে। তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

নারায়ণগঞ্জ বসুন্ধরা সিমেন্ট কারখানা বিস্ফোরণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর