Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ব্যবসায়ীর


১০ নভেম্বর ২০২০ ১৫:৪৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর কুতুবখালীতে সড়ক দুর্ঘটনায় মীর হোসেন (৪৫) নামে এক কাঁচামাল ব্যবসায়ী মারা গেছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৮টায় মৃত ঘোষণা করেন।

যাত্রাবাড়ী থানার উপ পরিদর্শক (এসআই) মো. মনির হোসেন জানান, ভোরে হানিফ ফ্লাইওভার ব্রিজের কুতুবখালী ঢালে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন মীর হোসেন। একটি ট্রাক দাঁড়িয়ে থাকা বাসের পেছনে ধাক্কা দিলে বাস ওই পথচারীকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে পথচারীরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

এসআই আরো জানান, ওই ব্যক্তির বাড়ি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলায়। বাবার নাম আব্দুল মালেক। সেখানে তিনি কাঁচামালের ব্যবসা করেন। কোনো কাজে ভোরে ঢাকায় এসেছিলেন তিনি। তখনই এই দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনার পর বাস ও ট্রাক জব্দ করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।

ট্রাকের ধাক্কায় ব্যবসায়ী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর