Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিয়ানমারের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ


১০ নভেম্বর ২০২০ ১৭:১৪

মিয়ানমারের দ্বিতীয় সাধারণ নির্বাচন দেশটির গণতান্ত্রিক প্রক্রিয়ার একটি বড় মাইলফলক উল্লেখ করে সেখানকার ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জাতিগোষ্ঠীগুলোর ভোটাধিকার প্রয়োগের সুযোগ না পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। খবর নিক্কেই এশিয়া।

সোমবার (৯ নভেম্বর) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র মিয়ানমারের নির্বাচন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। পাশাপাশি, ভোট গণনা এবং ফলাফল প্রস্তুতের সঙ্গে যারা জড়িত আছেন তাদেরকে স্বচ্ছতা এবং যথার্থতা নিশ্চিত হচ্ছে কি না – সেদিকে নজর রাখারও আহ্বান জানানো হয়।

বিজ্ঞাপন

এর আগে, রোববার (৭ নভেম্বর) মিয়ানমারে সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে অংশ নিয়েছে স্টেট কাউন্সিলর অং সান সু কি’র নেতৃত্বাধীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি), সেনা সমর্থিত ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট (ইউএসডি) পার্টিসহ স্থানীয় ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জাতিভিত্তিক রাজনৈতিক দলগুলো।

এদিকে, মিয়ানমারের ইউনিয়ন ইলেকশন কমিশন (ইউইসি) এই প্রতিবেদন লেখা অবধি নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ না করলেও, এনএলডি’র কয়েকজন মুখপাত্র নিক্কেই এশিয়ার সংবাদদাতাদের জানিয়েছেন বিপুল ব্যবধানে বিজয়ী হয়েছে তাদের দল।

অন্যদিকে, নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করে এনএলডি’কে বিজয়ী করায় মিয়ানমারের জনগণকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন অং সান সু কি। সোমবার (৯ নভেম্বর) স্থানীয় সময় রাতে দেওয়া এক ভাষণে তিনি এ কথা বলেন।

অপরদিকে, মিয়ানমারের শীর্ষ জাতীয় দৈনিকগুলো সু কি’র বেসরকারি বিজয়কে প্রাধান্য দিয়ে সংবাদ প্রকাশ করেছে বলে জানিয়েছে নিক্কেই এশিয়া।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, মিয়ানমারের দ্বি কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, রাজ্য এবং আঞ্চলিক সরকার নির্বাচনে এক হাজার ১৭১ আসনে ৯২ রাজনৈতিক দলের ছয় হাজার ৯০০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। পশ্চিমাঞ্চলীয় রাখাইন, শিন রাজ্যসহ অন্তত ৫৭ অঞ্চলের নাগরিকেরা এবার ভোট দিতে পারেননি।

অং সান সু কি ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) মাইক পম্পেও মিয়ানমার মিয়ানমার সেনাবাহিনী যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

নতুন ইসির শপথ রোববার দুপুরে
২২ নভেম্বর ২০২৪ ১৪:২৩

আরো

সম্পর্কিত খবর