অ্যাম্বুলেন্সের ধাক্কায় অটোরিকশাচালক নিহত, আহত ২
১২ নভেম্বর ২০২০ ২০:৫৯
গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে অ্যাম্বুলেন্সের ধাক্কায় শাহ আলম (৪৫) নামের এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আহত হয়েছেন ইদু মিয়া ও বাবু মিয়া নামে দু’জন। আহত দু’জন ওই অটোরিকশার যাত্রী ছিলেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার বালুয়া বাজার সংলগ্ন জুমারঘর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহ আলম উপজেলার তালুককানুপুর গ্রামের মৃত ফারাজ উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় জুমারঘর এলাকায় বগুড়াগামী একটি অ্যাম্বুলেন্স বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শাহ আলম নিহত হন। আহত হন অটোরিকশার দুই যাত্রী। আহতরা গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুর্ঘটনায় প্রাণহানির তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অ্যাম্বুলেন্সটিকে থানায় আটকে রাখা হয়েছে।
অটোরিকশা অটোরিকশাচালক অ্যাম্বুলেন্সের ধাক্কা গোবিন্দগঞ্জ দুর্ঘটনা