Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাস্ক পরেন, মাস্ক পরাটা খুব জরুরি: স্বাস্থ্যমন্ত্রী


১৪ নভেম্বর ২০২০ ১৭:৫৫

মানিকগঞ্জ: পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, মাস্ক পরেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে মাস্ক পরাটা খুব জরুরি। মাস্ক পড়লে নিজে ভালো থাকবেন, অপরকে ভালো রাখবেন এবং আপনার পরিবার ভালো থাকবে। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জে কর্নেল মালেক মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবের কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা যদি মাস্ক পড়ি, সামাজিক দূরত্ব মেনে কাজ করি; তাহলে আমাদের দেশে করোনাভাইরাসে মৃত্যুর হার বাড়বে না। এর মাধ্যমে আমরা সংক্রমণ হার নিয়ন্ত্রণে রাখতে পারবো।’

বিজ্ঞাপন

করোনার প্রথম দিকে দেশে মাত্র একটি ‘আরটি পিসিআর ল্যাব’ ছিলো আর এখন দেশে ১১৫টি আরটি পিসিআর ল্যাব রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘করোনাভাইরাস প্রতিরোধে আমরা অক্সফোর্ডের ভ্যাকসিন গ্রহণ করেছি। বিশ্বের সবচেয়ে ভালো ভ্যাকসিন প্রস্তুতকারক হিসেবে পরিচিত ভারতের সঙ্গে চুক্তি করা হয়েছে। যখনই তারা ভ্যাকসিন তৈরি করবে এবং বাজরজাত করার অনুমতি পাবে তখনই আমরা তা পেয়ে যাবো।’

মন্ত্রী আরও বলেন, ‘যে দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেশি হয়েছে, সে দেশে অর্থনৈতিক বিপর্যয় নেমে এসেছে। করোনার কারণে মানুষের বেকার সমস্যা, সামাজিক অস্থিরতা বৃদ্ধি পেয়েছে। আমরা ওই অবস্থায় যেতে চাই না। কারণ অন্য দেশের তুলনায় আমরা অনেক ভালো। আমরা ভারতের মতো অর্থনৈতিক ভাবে মাইনাসে যেতে চাই না।’

অনুষ্ঠানে কর্নেল মালেক মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে পুলিশ সুপার রিফাত রহমান শামীম, স্থানীয় সরকার শাখার উপপরিচালক ফৌজিয়া খান, উপাধ্যক্ষ ডা. শিশির রঞ্জন দাশ ও প্রকল্প পরিচালক ডা. খান মোহাম্মদ আরিফসহ অন্যরা বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন

করোনাভাইরাস জাহিদ মালেক মাস্ক মাস্ক পরেন স্বাস্থ্যমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর