Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাসে আগুন: ১৬ মামলায় গ্রেফতার ৪৭


১৫ নভেম্বর ২০২০ ১৬:১৬

ঢাকা: গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর বিভিন্ন স্থানে সরকারি ও গণ পরিবহনের বাসে আগুন দেওয়ার ঘটনায় এখন পর্যন্ত ৪৭ জনকে গ্রেফতার করেছে বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ।

রোববার (১৫ নভেম্বর) দুপুরে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপ-কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, গণপরিবহন ও সরকারি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় ডিএমপির ১২টি থানায় (পল্টন, মতিঝিল, বিমানবন্দর, উত্তরা পূর্ব, শাহবাগ, ভাটারা, কলাবাগান, তুরাগ, খিলক্ষেত, মোহাম্মদপুর, সূত্রাপুর ও বংশাল) মোট ১৬টি মামলা হয়েছে।

এসব মামলায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪৭ জনকে গ্রেফতার করেছে। এর মধ্যে শাহবাগ থানা ছয় জন, পল্টন থানা নয় জন, বংশাল থানা সাত জন, কলাবাগান থানা দুজন, তুরাগ এক জন, উত্তরা পূর্ব নয় জন, খিলক্ষেত দুজন, সূত্রাপুর আট জন, ভাটারা থানা এক জন ও মতিঝিল থানা দু জনকে গ্রেফতার করেছে।

এছাড়া এজাহারনামীয় অন্য পলাতক অভিযুক্তদের গ্রেফতার অভিযান অব্যাহত রেখেছে থানা পুলিশের একাধিক টিম। পাশাপাশি গোয়েন্দা পুলিশের একাধিক টিমও অভিযান অব্যাহত রেখেছে।

আটক গ্রেফতার টপ নিউজ বাসে আগুন

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর