Sunday 18 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেপাল যাচ্ছে মেডিকেল টিম


১৪ মার্চ ২০১৮ ১৬:২২ | আপডেট: ৫ নভেম্বর ২০১৮ ২০:০৪

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ থেকে আট সদস্যের একটি মেডিকেল টিম বৃহস্পতিবার নেপাল যাচ্ছে। বৃহস্পতিবার বেলা ১১টায় কাঠমান্ডুর উদ্দেশে ঢাকা ছাড়বেন তারা।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্তলাল সেন বুধবার (১৪ মার্চ) সারাবাংলাকে এই তথ্য জানান।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী সেখানে যাওয়ার নির্দেশ দিয়েছেন। স্বাস্থ্য অধিদফতর থেকে এ সংক্রান্ত সব কাগজপত্র প্রস্তুত হয়েছে। এ বিষয়ে বাকি কাজ সম্পন্ন করতে আমি পররাষ্ট্রমন্ত্রণালয়ে যাচ্ছি।’

সামন্তলাল সেন বলেন, সাত সদসস্যের এই টিমের নেতৃত্ব দেবেন বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সহযোগী অধ্যাপক ডা. লুৎফর কাদের লেলিন। ইউনিটের অন্য সদস্যরা হলেন, একই ইউনিটের ডা. হোসাইন ইমাম, ডা. মনসুর রহমান, জাতীয় অর্থপেডিক হাসপাতালের (পঙ্গু হাসপাতাল) ডা. মুশফিকুর রহমান লিটন, ডা. রিয়াদ মজিদ, ঢামেক হাসপাতালের ফেরদৌস রহমান ও ডা. আব্দুল্লাহ আল মামুন। এছাড়াও ডিএনএ টেস্ট করার জন্য ঢামেক ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ যাচ্ছেন নেপালে।

সামন্তলাল সেন আরও বলেন, ‘আমাদের দেশের পুড়ে যাওয়া রোগীরা অন্য দেশে। আমাদের বার্ন চিকিৎসা সেবা অনেক উন্নত। এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি। মেডিকেল টিম পাঠানোর উদ্যোগ নিয়েছি। রোগীদের যদি ঢাকায় নিয়ে আসার মতো অবস্থা থাকে তবে তাদের ঢাকায় আনা হবে।’

তিনি বলেন, ‘চিকিৎসকরা সেখানে যাক। রোগীদের দেখুক, নেপালের হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে কথা বলুক। এরপর সিদ্ধান্ত নেওয়া হবে। এসব রোগীদের জন্য যা করা প্রয়োজন তা আমরা করব।’

বিজ্ঞাপন

সারাবাংলা/জেএ/আইএ/এটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর