Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলা, মৃত ১০


১৮ নভেম্বর ২০২০ ১৪:২১

সিরিয়ার রাজধানী দামেস্কে মোতায়েনকৃত সেনাবাহিনী এবং ইরানি কুদস বাহিনীর ঘাঁটিতে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। খবর রয়টার্স।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের পক্ষ থেকে জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলেকে মৃতের সংখ্যা নিশ্চিত করা হয়েছে।

ইসরায়েলের সামরিক বাহিনীর তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, বুধবার (১৮ নভেম্বর) স্থানীয় সময় ভোরে ইসরায়েলি বিমানগুলো সিরিয়ার সেনাবাহিনী এবং ইরানি কুদস বাহিনীর গুদাম, সামরিক স্থাপনায় আঘাত হেনেছে।

পাশাপাশি, তাদের বিমান হামলায় সিরিয়ার ভূমি থেকে আকাশে ছোড়ার ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় অকার্যকর হয়ে পড়েছে বলে ওই সামরিক বিবৃতিতে জানানো হয়েছে।

এদিকে, ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে ইরান ও সিরিয় বাহিনীর পেতে রাখা বিস্ফোরক ডিভাইস (আইআইডি) পাওয়ার জবাবে ইসরায়েলি বিমান হামলা চালান হয়েছে বলে জানাচ্ছে বার্তাসংস্থা রয়টার্স।

অন্যদিকে, সিরিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা এসএএনএ জানিয়েছে, দামেস্কে ইসরায়েলি ‘আগ্রাসনে’ দেশটির সামরিক বাহিনীর তিন সদস্যের মৃত্যু হয়েছে ও আহত হয়েছেন একজন।

এছাড়াও, বুধবার ভোরে চলা বিমান হামলার দায় সম্পূর্ণই সিরিয়ার সরকারের বলে মনে করে ইসরায়েলের কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, সিরিয়ায় চলমান গৃহযুদ্ধের পুরোটা সময়জুড়ে যেসব বেসামরিক বাহিনী দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষে লড়াই করেছে তাদের নেতৃত্ব দিচ্ছে ইরানের আল কুদস বাহিনী।

আল কুদস বাহিনী ইরান ইসরায়েল দামেস্ক বিমান হামলা সিরিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর