গোটা নির্বাচনী ব্যবস্থা অর্থহীন তামাশায় পরিণত হয়েছে: সাইফুল হক
১৯ নভেম্বর ২০২০ ২১:০১
ঢাকা: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ গোটা নির্বাচনী ব্যবস্থাকে সরকার নষ্ট করে দিয়েছে, সরকারি দলের প্রার্থীদের বিজয়ী ঘোষণা করার জন্য নির্বাচনী তামাশার আয়োজন করা হচ্ছে। এই তামাশায় সরকারি দলের সমর্থক আর ভোটারেরাও ভোট কেন্দ্রে যাওয়ার আগ্রহ ও উৎসাহ হারিয়ে ফেলেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পার্টির সাংগঠনিক প্রস্তুতি কমিটির সভায় তিনি এসব কথা বলেন। প্রস্তুতি কমিটির আহ্বায়ক আকবর খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- প্রস্তুতি কমিটির সদস্য সচিব আবু হাসান টিপু, কমিটির সদস্য সচিব বহ্নিশিখা জামালী, আনছার আলী দুলাল, রাশিদা বেগম, সজীব সরকার রতন, মাহমুদ হোসেনসহ অন্যরা।
সাইফুল হক বলেন, ‘একতরফা এই তৎপরতায় সময় ও রাষ্ট্রীয় অর্থেরও বিপুল অপচয় করা হচ্ছে। এই ধরনের অপচয় নিয়ে জনগণের মধ্যেও প্রশ্ন দেখা দিয়েছে। এভাবে চলতে দিলে আগামীতে বাড়ি বাড়ি পুলিশ পাঠিয়েও ভোটারদের ভোটকেন্দ্রে আনা যাবে কিনা সন্দেহ রয়েছে। এই ব্যবস্থার খোল-নলচে পাল্টানো ছাড়া বাংলাদেশের কোনো গণতান্ত্রিক ভবিষ্যৎ নেই।’
সভায় সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে পার্টি সদস্যদের যাচাই-বাছাই ও নবায়নের কাজ সমাপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। সভার শুরুতে মার্কসবাদী সাহিত্যের বিশিষ্ট অনুবাদক ও লেখক সেরাজুল আনোয়ারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবং তাঁর স্মৃতির প্রতি সম্মান জানাতে ১ মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।