উত্তরায় বোমা উদ্ধার, ঘটনাস্থলে বোম ডিসপোজাল ইউনিট
২০ নভেম্বর ২০২০ ১৭:৪১
ঢাকা: রাজধানীর উত্তরা এলাকায় তুরাগ থানাধীন কামারপাড়ার একটি বাড়ি থেকে অবিস্ফোরিত বেশ কয়েকটি বোমা উদ্ধার করেছে পুলিশ। বোমাগুলো নিস্ক্রিয়করণে পুলিশের বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে অবিস্ফোরিত ওই বোমাগুলো উদ্ধার করে পুলিশ। তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল মোত্তাকিন এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশের একটি সূত্র জানায়, ঢাকা-১৮ আসনে উপনির্বাচনে ভোট গ্রহণের দিন ওই এলাকায় চারটি বোমা বিস্ফোরিত হয়েছিল। ওই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের দেওয়া তথ্যে কামারপাড়া থেকে অবিস্ফোরিত বোমাগুলো উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা অবিস্ফোরিত বোমাগুলো উপনির্বাচনে ভোট গ্রহণের দিন ব্যবহারের কথা ছিল।
তিনি আরও বলেন, ‘পুলিশের বোম ডিসপোজাল ইউনিটের একটি দল ঘটনাস্থলে এসে বোমাগুলো নিস্ক্রিয়ের কাজ করছে।’