দাবি আদায়ে আন্দোলন থেকে সরেনি ইবতেদায়ি শিক্ষকরা
২১ নভেম্বর ২০২০ ১৬:১৮
ঢাকা: বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড থেকে নিবন্ধন পাওয়া সকল ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবিতে এখনো আন্দোলন করছেন শিক্ষকরা। শনিবার (২১ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ স্বতন্ত্র মাদরাসা শিক্ষক সমিতি এ কর্মসূচি পালন করছে।
সাত দফা দাবিতে শিক্ষকদের এই অবস্থান সপ্তম দিনের মতো চলছে। শিক্ষকেরা বলছেন, দাবি আদায় না হলে নিজেদের অবস্থান থেকে একবিন্দুও সরবেন না তারা।
শিক্ষক সমিতির মহাসচিব কাজী মোখলেছুর রহমান বলেন, ‘২০১৮ সালে আমরা যখন ধর্মঘট ও অনশন শুরু করি তখন সরকার শিক্ষক সমিতির দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছিলেন। একজন সচিব স্বশরীরে এসে আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন। সেই কবে বাস্তবায়ন হবে? এটি বাস্তবায়নের কোনো চেষ্টাই দেখছি না। দেশরত্ন প্রধানমন্ত্রীর কাছে দাবি, আমাদের মাদরাসাগুলো জাতীয়করণ করতে হবে।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী অথবা শিক্ষামন্ত্রী জাতীয়করণের ঘোষণা দিলে আমরা অবস্থান ধর্মঘট থেকে সরে যাব। এটি না হলে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবো।’
ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের সাত দফা দাবিগুলো হলো- প্রাথমিকের মতো সকল স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা মহাসমাবেশের মাধ্যমে জাতীয়করণের ঘোষণা, কোডবিহীন মাদরাসাগুলো বোর্ড কর্তৃক কোড নম্বরে অন্তর্ভুক্তকরণ, স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা নীতিমালা-২০১৮ সংশোধন করে আলিম শিক্ষক একজনের পরিবর্তে এইচএসসি পাস একজনের অন্তর্ভুক্তকরণ, প্রাথমিকের মতো স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসায় অফিস সহায়ক নিয়োগ, মাদরাসার শিক্ষকদেরকে পিটিআই ট্রেনিংয়ের ব্যবস্থাকরণ, ইবতেদায়ি মাদরাসায় আসবাবপত্রসহ ভবন নির্মাণ ও স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার স্থায়ী রেজিস্ট্রেশনের ব্যবস্থাকরণ।