Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৌদি যুবরাজকে মুজিববর্ষ উদযাপনে আমন্ত্রণ


২৩ নভেম্বর ২০২০ ১৮:৫৭

আগামী মার্চে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর আয়োজন কিংবা বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর উদযাপনের অনুষ্ঠানে যোগ দিতে সৌদি আরবের যুবরাজ মুহাম্মদ বিন সালমানকে আমন্ত্রণ জানিয়েছে ঢাকা। বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত এসসা ইউসেফ এসসা আল দুলাইহান রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করলে মন্ত্রী এ আমন্ত্রণ জানান।

বিজ্ঞাপন

সোমবার (২৩ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সাক্ষাতে রাষ্ট্রদূত পররাষ্ট্রমন্ত্রীকে এখানে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের সুষ্ঠুভাবে সৌদি আরবে ফিরিয়ে নেওয়া সুগম করতে গৃহীত পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন।

রাষ্ট্রদূত বাংলাদেশে বিভিন্ন খাতে বিনিয়োগে সৌদি সরকার ও বেসরকারি বিনিয়োগকারীদের আগ্রহের কথা জানান। তিনি বিশেষত আরমাকো, আকওয়া পাওয়ার, আলফানার গ্রুপ, ইঞ্জিনিয়ারিং ডাইমেনশন (ইডি), রেড সি গেটওয়ে টার্মিনাল (আরএসজিটি), দায়েলিম কেএসএ, আলজুমাইরাহ গ্রুপের মতো শীর্ষ প্রতিষ্ঠানগুলোর আগ্রহের কথা উল্লেখ করেন।

রাষ্ট্রদূত বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সাম্প্রতিক সময়ে সই হওয়া চুক্তিগুলো বাস্তবায়নে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন ঢাকায় সৌদি দূতাবাসের সহায়তায় আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের সৌদি আরবে ফিরে যাওয়ার গতিতে সন্তোষ প্রকাশ করেন। তিনি রাষ্ট্রদূতকে বিদ্যমান দ্বিপাক্ষিক সহযোগিতাকে আরও এগিয়ে নিতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। বাসস।

মুজিববর্ষ মুজিববর্ষের অনুষ্ঠানে আমন্ত্রণ মুহাম্মদ বিন সালমান সৌদি আরবের যুবরাজ স্বাধীনতার ৫০ বছর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর