Friday 02 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেগেটিভ সার্টিফিকেট না থাকায় শতাধিক যাত্রী আটকা বেনাপোলে


২৭ নভেম্বর ২০২০ ২০:৫৩

বেনাপোল: পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা জারির পর ভারত ফেরত বাংলাদেশি পাসপোর্ট যাত্রীদের করোনার নেগেটিভ সনদ না আনায় বেনাপোল ইমিগ্রেশনে আটকা পড়েছে শতাধিক যাত্রী।

শুক্রবার (২৭ নভেম্বর) যারা ভারত থেকে করোনার নেগেটিভ সনদ আনেননি তারাই বেনাপোল ইমিগ্রেশনে আটকা পড়েছেন।

বেনাপোল ইমিগ্রেশনের স্বাস্থ্য বিভাগে দায়িত্বরত চিকিৎসক বিচিত্র মল্লিক বলেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বিদেশ থেকে যে সমস্ত পাসপোর্ট যাত্রী বাংলাদেশে প্রবেশ করবে তাদের করোনা সনদ লাগবে এরকম একটি চিঠি মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৭ টার সময় হাতে পেয়েছি। সেই আদেশ আজ থেকে চালু হয়েছে। যারা সনদ না নিয়ে প্রবেশ করেছেন তাদের ব্যাপারে উর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আহসান হাবিব জানান, সকাল থেকে প্রায় শতাধিক যাত্রী ভারত থেকে ফিরেছে করোনার নেগেটিভ সনদ ছাড়াই। বিষয়টি ঢাকায় জানানো হয়েছে তারা সিদ্ধান্ত দেবেন।

বেনাপোল চেকপোষ্ট যাত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর