Tuesday 15 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাঠ্যবই থেকে বাদ যাচ্ছে না ইসলাম শিক্ষা, গুজব না ছড়ানোর অনুরোধ


৩০ নভেম্বর ২০২০ ১৯:২৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: মাধ্যমিক স্তরের পাঠ্যবই থেকে ইসলাম শিক্ষা বাদ দেওয়ার যে খবর ছড়িয়ে পড়েছে, তা ভিত্তিহীন ও গুজব বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

সোমবার (৩০ নভেম্বর) মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়েরের সই করা এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দৈনিক ইনকিলাব পত্রিকায় গত ২৯ নভেম্বর ‘দেশের মুসলিম জাতিসত্তার জন্য অশনিসংকেত’ শিরোনামে প্রকাশিত সংবাদে জমিয়তে তালাবায়ে আরাবিয়ার সম্মেলনে ইসলামী ঐক্য আন্দোলনের আমির ড. ঈশা শাহেদী শিক্ষামন্ত্রীর বরাত দিয়ে দাবি করেন ‘মাধ্যমিক শিক্ষাব্যবস্থা থেকে ইসলাম শিক্ষাকে বাদ দেয়া হবে’। এ তথ্য ভিত্তিহীন ও গুজব।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আসলে শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কেউ কখনই মাধ্যমিক শিক্ষাব্যবস্থা থেকে ইসলাম শিক্ষা বাদ দেওয়া হবে বলে মন্তব্য করেননি। এ ধরনের গুজব ছড়ানো থেকে বিরত থাকার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করেছে শিক্ষা মন্ত্রণালয়।

ইসলাম শিক্ষা গুজব পাঠ্যবই শিক্ষা মন্ত্রণালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর