Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সহিংসতায় উসকানি দিচ্ছেন ট্রাম্প’


২ ডিসেম্বর ২০২০ ১২:২১

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের সেক্রেটারি অব স্টেট এবং  রিপাবলিকান দলীয় নির্বাচনি কর্মকর্তা গ্যাব্রিয়েল স্টারলিং বলেছেন – নির্বাচনে কারচুপির মিথ্যা অভিযোগ তুলে প্রেসিডেন্ট ট্রাম্প সহিংস পরিস্থিতি তৈরিতে উসকানি দিচ্ছেন। খবর বিবিসি।

গ্যাব্রিয়েল স্টারলিং বলেন, এখন জর্জিয়াসহ সমগ্র যুক্তরাষ্ট্রে যদি কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়, তার দায়ভার সম্পূর্ণভবে ট্রাম্পের ওপর বর্তাবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, অনেক হয়েছে – দীর্ঘদিন ধরে একই অচলাবস্থা মেনে নেওয়া যায় না।

এদিকে, ট্রাম্পের প্রচারণা শিবিরের অনুরোধে জর্জিয়া অঙ্গরাজ্যে ভোট পুনরায় গণনা করা হয়েছে। সেখানেও সামান্য ব্যবধানে জ্য পেয়েছেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন।

অন্যদিকে, গ্যাব্রিয়েল স্টারলিংয়ের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট ট্রাম্প এক টুইটার বার্তায় জানিয়েছেন – জর্জিয়ায় যে কারচুপি হয়েছে তা স্পষ্ট এখন সেখানকার কর্তাব্যক্তিরা ভয়ে আছেন, যে কখন কারচুপির ঘটনা জানাজানি হয়ে যায়। তাই তারা এমন বক্তব্য দিচ্ছেন।

তবে, ওই টুইটার বার্তায় সহিংসতার ব্যাপারে ট্রাম্প কোনো মন্তব্য করেননি।

প্রসঙ্গত, নভেম্বরের ৩ তারিখ যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন প্রয়োজনীয় ইলেকটোরাল কলেজ ভোটের চেয়ে অন্তত ৩৬ ভোট ভেশি পেয়ে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। কিন্তু, নির্বাচনে কারচুপির অভিযোগ তোলেন ডোনাল্ড ট্রাম্প। প্রাথমিকভাবে, তিনি নির্বাচনের ফলাফল প্রত্যাখান করলেও এখন পরিস্থিতি ক্রমেই বাইডেনের পক্ষে যাচ্ছে। ডিসেম্বরের ১৪ তারিখ ইলেকটোরা কলেজের বৈঠক থেকে প্রেসিডেন্ট হিসেবে বাইডেনের নির্বাচিত হওয়ার চূড়ান্ত ঘোষণা আসবে।

বিজ্ঞাপন

২০২১ সালের ২০ জানুয়ারি পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন জো বাইডেন।

গ্যাব্রিয়ে স্টারলিং জর্জিয়া জো বাইডেন ডেমোক্রেটিক পার্টি ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন-২০২০ রিপাবলিকান পার্টি

বিজ্ঞাপন
সর্বশেষ

সিনিয়র সাংবাদিক বদিউল আলম আর নেই
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩১

সম্পর্কিত খবর