ডিএসইতে লেনদেন বাড়লেও সিএসইতে কমেছে
২ ডিসেম্বর ২০২০ ১৭:০৪
ঢাকা: দ্বিতীয় দিনের মতো পুঁজিবাজারে সূচকের ঊর্ধ্বমুখীধারা অব্যাহত রয়েছে। বুধবার (২ ডিসেম্বর) দেশের উভয় পুঁজিবাজারে সূচকের সঙ্গে বেড়েছে লেনদেন হওয়া বেশির ভাগ শেয়ারের দাম। দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আর্থিক ও শেয়ার লেনদেন বাড়লেও কমেছে চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)
বুধবার (২ ডিসেম্বর) ডিএসইতে ৩৫৫টি প্রতিষ্ঠানের ২৯ কোটি ৩৯ লাখ ৬ হাজার ৯৫০টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ১৫৩টির, কমেছে ১০৬টির এবং ৯৬টি শেয়ার ও ইউনিটের দাম অপরিবর্তিত থাকে।
দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৩৪ পয়েন্টে উন্নীত হয়। এদিন ডিএসইর শরিয়াহ সূচক ৬ পয়েন্ট বেড়ে এক হাজার ১২৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮০৪ পয়েন্টে উঠে আসে। দিনশেষে ডিএসইতে ৮৪১ কোটি ৯ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। আগের দিন সোমবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৬৬৩ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
অন্যদিকে এদিন অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৫০টি প্রতিষ্ঠানের ১ কোটি ১ লাখ ৩৯ হাজার ৬৬৭টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ১০৯টির কমেছে ৮২টির এবং ৫৯টি শেয়ারের দাম অপরিবর্তিত থাকে। সিএসইর সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ৬৮ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ১৫৮ পয়েন্টে উন্নীত হয়। দিনশেষে সিএসইতে ২৪ কোটি ১০ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। আগের দিন মঙ্গলবার সিএসইতে লেনদেন হয়েছিল ২৬ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার।