Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘শিল্পের উন্নয়নে সরকার সব ধরনের চেষ্টা করে যাচ্ছে’


৩ ডিসেম্বর ২০২০ ০৮:৫১

নারায়ণগঞ্জ: বর্তমান সরকারকে শিল্পবান্ধব উল্লেখ করে বস্ত্র ও পাটমন্ত্রী ‌গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক ব‌লে‌ছেন, ‘শিল্পের উন্নয়নে বর্তমান সরকার যথাসম্ভব চেষ্টা করে যাচ্ছে।’

বুধবার (২ ডি‌সেম্বর) এক সংবর্ধনা অনুষ্ঠানে বস্ত্র ও পাটমন্ত্রী ‌গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এসব কথা বলেন। মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখার স্বীকৃ‌তি স্বরূপ দেশের সর্বোচ্চ সম্মানজনক ‘স্বাধীনতা পদকে’ ভূষিত হওয়ায় নারায়ণগ‌ঞ্জের রূপগঞ্জের তারা‌বো পৌর শিল্প মা‌লিক‌দের উদ্যোগে বস্ত্র ও পাটমন্ত্রী ‌গোলাম দস্তগীর গাজী বীর প্রতীককে সংবর্ধনা দেওয়া হয়।

বিজ্ঞাপন

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, ‘বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রূপগঞ্জবাসীকে খুবই ভালোবাসেন। রূপগঞ্জকে তিনি রূপের নগরী হিসেবে গড়ে তুলবেন। রূপগ‌ঞ্জের সর্বত্র উন্নয়ন হ‌য়ে‌ছে, এমন কোনো এলাকা নেই যেখা‌নে উন্নয়‌নের ছোয়া লা‌গেনি।’

মন্ত্রী বলেন, ‘আমার টাকা পয়সার অভাব নেই। রূপগঞ্জবাসীর ভালোবাসায় আমি গর্বিত। আমি কাজের মাধ্যমে প্রধানমন্ত্রীর ঋণ পরিশোধ করার চেষ্টায় আছি। আমার ঋণগুলো পরিশোধ হলেই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন হবে। বঙ্গবন্ধুর স্বপ্ন মানে দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো। বঙ্গবন্ধুর স্বপ্ন মানে সুখে -দুঃখে সাধারণ মানুষের পাশে থাকা।’

অনুষ্ঠা‌নে প্রধান অতিথি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন, রূপগঞ্জ উপ‌জেলা আওয়ামী ম‌হিলালী‌গের সভাপ‌তি ও তারাবো পৌরসভার মেয়র হাছিনা গাজী। প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে রূপগঞ্জ উপ‌জেলা আওয়ামী ম‌হিলালী‌গের সভাপ‌তি ও তারাবো পৌরসভার মেয়র হাছিনা গাজী ব‌লেন, ‘জা‌তিরজনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের স্বপ্নের সোনার বাংলা গড়‌তে প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা কাজ ক‌রে যা‌চ্ছেন। তাই প্রধানমন্ত্রীর হাত‌কে শ‌ক্তিশালী কর‌তে সবাইকে ঐক্যবদ্ধভা‌বে কাজ কর‌তে হ‌বে।’

বিজ্ঞাপন

‌তি‌নি আরও ব‌লেন, ‘বিগত পাঁচ বছর আপনাদের সঙ্গে নিয়ে তারাবো পৌরসভাকে উন্নত করার জন্য নিরলসভাবে কাজ করেছি। আমি নির্বাচিত হওয়ার আগে তারাবো পৌরসভাবাসীকে যে কথা দিয়েছিলাম, তারাবো পৌরসভাকে উন্নত ও আধুনিক পৌরসভাতে রূপান্তরিত করবো; আমি সেই লক্ষ্যে কাজ করেছি।’

আব্দুল্লাহ স্পি‌নিং মিল‌সের ব্যবস্থাপনা প‌রিচালক আলহাজ্ব মোজা‌ম্মেল হ‌কের সভাপ‌তি‌ত্বে ও রূপগঞ্জ উপ‌জেলা যুবলী‌গের সাধারণ সম্পাদক মোস্তা‌ফিজুর রহমান শা‌হি‌নের সঞ্চালনায় অনু‌ষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠা‌নে আরও উপ‌স্থিত ছি‌লেন, গাজী গ্রু‌পের উপব্যবস্থাপনা প‌রিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা, আশরা‌ফি টেক্সটাইল মিল‌সের ব্যবস্থাপনা প‌রিচালক আলহাজ্ব র‌ফিকুল ইসলাম, এখলাছ গ্রু‌পের ব্যবস্থাপনা প‌রিচালক লায়ন মোহাম্মদ মোজা‌ম্মেল হক ভুঁইয়া, বিএম টেক্সটাই‌লের ব্যবস্থাপনা প‌রিচালক মোস্তা‌ফিজুর রহমান মোল্লা, দে‌লোয়ার টেক্সটাইল মিল‌সের ব্যবস্থাপনা প‌রিচালক মোহাম্মদ দে‌লোয়ার হোসাইন খন্দকার দোদুল, ফা‌রিহা স্পি‌নিং মি‌লের ব্যবস্থাপনা প‌রিচালক আলহাজ্ব ম‌নির হো‌সেন, সাঈদ টেক্সটাইল মি‌লের ব্যবস্থাপনা প‌রিচালক আবু সাঈদসহ অনেকে।

পরে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মানজনক স্বাধীনতা পুরস্কার (২০২০) পাওয়ায় নারায়ণগঞ্জ -১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীককে তারা‌বো পৌর শিল্প মা‌লিক‌দের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়। এ সময় মন্ত্রীকে ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।
প‌রে ম‌নোজ্ঞ সাংস্কৃ‌তিক অনুষ্ঠা‌নের মধ্য দি‌য়ে অনুষ্ঠান শেষ হয়।

সারাবাংলা/এমআই

গাজী গোলাম দস্তগীর বীর প্রতীক পাট ও বস্ত্রমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর