Wednesday 04 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বাস-বন্ধুত্বের শক্তিতে বলীয়ান বাংলাদেশ-ভারত: নানক

সিনিয়র করেসপন্ডেন্ট 
২৪ ফেব্রুয়ারি ২০২৪ ২১:২১ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৪ ২২:০৬

ফাইল ছবি

ঢাকা: পাট ও বস্ত্রমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘বিশ্বাস ও বন্ধুত্বের শক্তিতে বলীয়ান বাংলাদেশ-ভারত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতা ও কৌশলী নীতিতে গত দেড় দশকে বাংলাদেশ আর্থ-সামাজিক উন্নয়নে এক প্রশংসনীয় উচ্চতায় পৌঁছেছে। এর সঙ্গে বন্ধু রাষ্ট্র ভারত-নেপালের ঘনিষ্ঠ আঞ্চলিক, উপ-আঞ্চলিক বাণিজ্য, অর্থনৈতিক সহযোগিতা আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরো ত্বরান্বিত করতে সহায়তা করছে।’

বিজ্ঞাপন

গতকাল শুক্রবার ভারতের স্থানীয় সময় রাতে ইন্দো বাংলা ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের মৈত্রী সম্মেলনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। ভারতের কলকাতায় এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

বাংলাদেশ-ভারতের সম্পর্ক রক্তের অক্ষরে লেখা মন্তব্য করে জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় ভারত সরকার এবং তাদের জনগণ বাংলাদেশকে অকুণ্ঠ সমর্থন জানিয়েছিল। ভারতের অসংখ্য সাহসী সৈনিক ও জনগণ আমাদের জন্য জীবন দিয়েছে। এক কোটি বাঙালি শরণার্থীকে আশ্রয় দিয়েছে, খাবার, চিকিৎসা সেবা দিয়েছে। আমাদের বীর মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ ও অস্ত্র সরবরাহসহ সকল সহযোগিতা ভারতের কাছ থেকে আমরা পেয়েছি। বাংলাদেশ- ভারতের মিত্র বাহিনীর অভিযানে আমরা ১৯৭১ সালে ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জন করি।’

বিভিন্ন সময় দুই দেশের প্রধানমন্ত্রীর সফরের সফলতা তুলে ধরে মন্ত্রী বলেন, ‘সর্বশেষ ২০২২ সালে প্রধানমন্ত্রী ভারত সফরে ভিসা, বিদ্যুৎ, জ্বালানি, আঞ্চলিক যোগাযোগ, বিনিয়োগ, নিরাপত্তা সহযোগিতা অর্থনৈতিক ও অন্যান্য বিষয়গুলো চুক্তি সমঝোতা স্বাক্ষর হয়। বাংলাদেশের-ভারত বড় ব্যবসায়িক বাণিজ্যিক অংশীদার হয়ে ওঠার সুযোগ রয়েছে। টানা চতুর্থবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার সাথে ভারতের বাণিজ্যিক ব্যবস্থা ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হওয়ার সুযোগ রয়েছে।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একসঙ্গে জঙ্গি মোকাবিলা আঞ্চলিক এবং আঞ্চলিক বাণিজ্য সহযোগিতা সংযোগ কৌশলগত বিষয়ে অংশীদার হয়ে কাজ করার বিরাট সম্ভাবনা রয়েছে। এই সম্পর্ক পারস্পরিক আস্থা সম্মান শ্রদ্ধা ও ভালোবাসায় গভীর থেকে গভীর হোক।’

বিজ্ঞাপন

এসময় উপস্তিত ছিলেন, ড. সুকান্ত মজুমদার, জি-২০ প্রেসিডেন্ট হর্ষবর্ধন শ্রিংলা, ইন্দো বাংলা ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন স্বপন মজুমদার, বিধায়ক অগ্নিমিত্র পাল, অভিনেতা রুদ্রনীল ঘোষ।

বাংলাদেশের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দি, শফিউল আরম চৌধুরী নাদেল, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, আলাউদ্দিন চৌধুরী নাসিম, এফবিসিসিআই সাবেক সভাপতি শেখ ফজলে ফাহিম, কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনার আন্দলিব ইলিয়াসসহ অনেকে।

সারাবাংলা/এনআর/এমও

নানক পাট ও বস্ত্রমন্ত্রী বাংলাদেশ-ভারত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর