Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধারের টাকা ফেরত না পেয়ে ট্রাক চালককে পিটিয়ে হত্যা


৩ ডিসেম্বর ২০২০ ২২:৪০

নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া উত্তরপাড়ায় পাওনা টাকা না পেয়ে ট্রাকচালক বিল্লাল বিশ্বাসকে (৫৫) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত বিল্লাল দিঘলিয়া গ্রামের ইশারত বিশ্বাসের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সুদ দেওয়ার শর্তে দিঘলিয়া গ্রামের বিল্লাল বিশ্বাস প্রতিবেশি বাবু খাঁর কাছ থেকে ৬০ হাজার এবং কালু খাঁর কাছ থেকে তিন লাখ টাকা টাকা ধার নিয়েছিলেন বিল্লাল বিশ্বাস। বৃহস্পতিবার সকালে এই পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বাবু ও কালুসহ তাদের লোকজন বিল্লালকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ রয়েছে।

বিজ্ঞাপন

লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান জানান, এ ঘটনায় অভিযুক্ত কালু খাঁকে (৫৩) আটক করেছে পুলিশ। বাকিদের আটক করার চেষ্টা চলছে।

ট্রাক চালক নড়াইল পাওনা টাকা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর