বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের ৬ জনসহ নিহত ৭
৪ ডিসেম্বর ২০২০ ১৬:৩২
মানিকগঞ্জ: মানিকগঞ্জে দৌলতপুর উপজেলার মুলকান্দি এলাকায় যাত্রীবাহী বাস ও অটো রিকসার সংঘর্ষে একই পরিবারের ৬ জনসহ ৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ঘটনাস্থলেই ছয় জন ও হাসপাতালে নেওয়ার পর মারা গেছেন আরও একজন।
শুক্রবার (৪ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার চকমিরপুর ইউনিয়নের মুলকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন- হরেকৃষ্ণ (৫৫), তার মা বৃদ্ধ মা খুকি বালা (৮০), হরের ছেলে গোবিন্দ (৩৫), তার স্ত্রী ববিতা (২০), শিশু মেয়ে রাধে (৩) ও হরের ফুপাতো ভাই রামপ্রসাদ (৩৫) এবং অটোচালক জামাল (৩৫)।
একই পরিবারের নিহত ৬ জনের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার চাষাভাদ্রা গ্রামে। নিহত অটো চালকের বাড়ি দৌলতপুর উপজেলার সমেতপুর গ্রামে। লাশগুলো ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) হাসমত উল্লাহ সারাবাংলাকে বলেন, মুলকান্দি এলাকায় বাস ও অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে সাত জন নিহত হয়েছেন। এর মধ্যে ছয় জনের মৃত্যু হয় ঘটনাস্থলেই।
একই পরিবারের ৫ জনের মৃত্যু নিহত ৭ বাস-অটোরিকশা সংঘর্ষ সড়ক দুর্ঘটনা