Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাইবান্ধায় কলাবাগান থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার


৪ ডিসেম্বর ২০২০ ১৮:১৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাইবান্ধা: জেলার গোবিন্দগঞ্জ শহরের একটি কলাবাগান থেকে লিটন মিয়া নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলা ফুলবাড়ী ইউনিয়নের ভাগ দড়িয়া গ্রামের আশরাফুল মিয়ার ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জ শহরের হীরক মোড়ে লিটনের একটি চায়ের দোকান রয়েছে। সেই ব্যবসা প্রতিষ্ঠান থেকে গত বৃহস্পতিবার সন্ধ্যার পর নিখোঁজ হয়। এরপর শুক্রবার (৪ ডিসেম্বর) সকালে হীরক এলাকার একটি নির্জন কলাবাগানে তার গলাকাটা মরদেহ পরে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

পুলিশ ঘটনাস্থল থেকে দুপুরে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মেহেদী হাসান জানান, মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। হত্যার ঘটনাটি তদন্ত শুরু করেছে পুলিশ।

বিজ্ঞাপন

কলাবাগান গলাকাটা লাশ পুলিশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর