Thursday 10 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লালমনিরহাটে স্ত্রী নির্যাতনের অভিযোগে কলেজ শিক্ষক গ্রেফতার


৪ ডিসেম্বর ২০২০ ১৮:৩৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লালমনিরহাট: জেলার আদিতমারীতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে ফারুক হোসেন (৪২) নামে এক কলেজ শিক্ষককে গ্রেফতার করেছে আদিতমারী থানা পুলিশ। শুক্রবার (৪ ডিসেম্বর) আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়নের কিসামত চন্দ্রপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত কলেজ শিক্ষক একই এলাকার মৃত ফজলুল হকের ছেলে। তিনি কালীগঞ্জ উপজেলার দুহুলী টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের মানবসম্পদ বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গোবধা গ্রামের রিতা খাতুনকে বিয়ে করেন কলেজ শিক্ষক ফারুক হোসেন। বিয়ের কিছুদিন পর থেকে এক সহকর্মীর সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েন কলেজ শিক্ষক। এ নিয়ে কলেজ শিক্ষকের পরকীয়া নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলছিল। এরই জেরে কলেজ শিক্ষক ফারুক হোসেন তার স্ত্রী রিতাকে বেধম মারপিট করেন। স্থানীয়রা রিতাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

বিজ্ঞাপন

এ ঘটনায় গৃহবধু রিতা বাদি হয়ে স্বামী ফারুক হোসেনের বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে আদিতমারী থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে থানা পুলিশ বিষয়টি মামলা হিসেবে নথিভুক্ত করেন। এ মামলায় অভিযান কলেজ শিক্ষক ফারুক হোসেনকে গ্রেফতার দেখানো হয়েছে ।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘কলেজ শিক্ষককে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।’

কলেজ শিক্ষক গ্রেফতার স্ত্রী নির্যাতন স্ত্রীকে নির্যাতন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর