Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কমিউনিটি সেন্টারে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি, প্রশাসনের অভিযান


৪ ডিসেম্বর ২০২০ ১৯:৪৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণের মধ্যেই চট্টগ্রামে কমিউনিটি সেন্টারগুলোতে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের আয়োজন হচ্ছে। এসব অনুষ্ঠানে ব্যাপক জনসমাগমও হচ্ছে, যাতে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনের চিত্র দেখতে পেয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় নেওয়া পদক্ষেপের অংশ হিসেবে শুক্রবার (৪ ডিসেম্বর) থেকে নগরীর কমিউনিটি সেন্টারগুলোতে অভিযান শুরু করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান।

প্রথমদিনে ৯টি কমিউনিটি সেন্টারে অভিযান চালানো হয়েছে এবং মাস্ক না পরায় ১৬ জনকে তিন হাজার ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

যেসব কমিউনিটি সেন্টারে অভিযান চালানো হয়েছে সেগুলো হচ্ছে- নগরীর কাজীর দেউড়িতে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার, জামালখানে রীমা কমিউনিটি সেন্টার, মোমিন রোডে প্রিয়া কমিউনিটি সেন্টার, পাথরঘাটায় রঙ্গম কমিউনিটি সেন্টার, বাকলিয়ায় ওয়েডিং পার্ক কমিউনিটি সেন্টার, রাজবাড়ী কমিউনিটি সেন্টার, অনন্ত বিলাস ও মেঘনা কমিউনিটি সেন্টার এবং কে সি দে রোডে হার্টস অফ চিটাগং।

ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান সারাবাংলাকে বলেন, ‘চট্টগ্রামে করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণ হচ্ছে। এর মধ্যেও কমিউনিটি সেন্টারগুলোতে বিয়ে, গায়ে হলুদ, মেজবানসহ নানা ধরনের সামাজিক আয়োজন চলছে। সেখানে সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা সেটা তদারক করতে আমরা অভিযান চালিয়েছিলাম। দুঃখের বিষয় হচ্ছে- সামাজিক দূরত্বের বিষয়টি তেমন কেউই মানছেন না। অনেকে মাস্ক পরেছেন, অনেকে পরছেন না। পকেটে মাস্ক আছে কিন্তু সেটা মুখে দিচ্ছেন না। আমরা কমিউনিটি সেন্টারের কর্তৃপক্ষকে বলেছি, হল ভাড়া দেওয়ার সময় সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধির বিষয়টি যাতে শর্ত হিসেবে উল্লেখ করা হয় ও অনুষ্ঠানের সময় যাতে সেটা কঠোরভাবে মনিটরিং করা হয়। এছাড়া ব্যাপক জনসমাগম নিরূৎসাহিত করতে বলা হয়েছে।’

দুপুরে এবং রাতে নগরী ও আশপাশের উপজেলায় কমিউনিটি সেন্টারগুলোতে ধারাবাহিকভাবে অভিযান চালানো হবে বলে জানিয়েছেন ম্যাজিস্ট্রেট আলী হাসান।

করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর গত আট মাসে চট্টগ্রামে আক্রান্তের সংখ্যা ২৬ হাজার পার হয়েছে। শুক্রবার পর্যন্ত সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৬৫ জনে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২৪০ জন।

জনসমাগম ভ্রাম্যমাণ আদালত সামাজিক দূরত্ব স্বাস্থ্যবিধি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর