Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুড়িগ্রামে হানাদার মুক্ত দিবস উদযাপন


৬ ডিসেম্বর ২০২০ ১৬:৩০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুড়িগ্রাম: জেলায় যথাযোগ্য মর্যাদার সঙ্গে পাকিস্তানি হানাদার মুক্ত দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে মুক্তিযোদ্ধা সংসদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন র‌্যালি আলোচনাসভা ও স্বাধীনতার বিজয়স্তম্ভে পুস্পমাল্য অর্পণ করে।

রোববার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ চত্বর থেকে বিজয় র‌্যালি বের হয়ে শহর ঘুরে স্বাধীনতার বিজয় স্তম্ভে এসে শেষ হয়। পরে সেখানে পুস্পমাল্য অর্পণ শেষে মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মো. রেজাউল করিম, পুলিশ সুপার মহিবুল ইসলাম খান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা ইউনিট কমান্ডার সিরাজুল ইসলাম টুকু, ডিপুটি কমান্ডার আমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ লাল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক শ্যামল ভৌমিক, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি আহসান হাবিব নিলু, বাসদ নেতা মোনাব্বর হোসেন মিন্টু, কামিউনিস্ট পার্টির নেতা সুব্রতা রায়, সঙ্গীত শিল্পী হাবিবুর রহমান দুলাল, জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদক সাতকরি রায় নিলুসহ অন্যরা।

বিজ্ঞাপন

১৯৭১ সালের এই দিনে বীর মুক্তিযোদ্ধাদের প্রতিরোধের মুখে পাক হানাদার বাহিনীর সদস্যরা কুড়িগ্রাম থেকে পালিয়ে যায়। মুক্ত হয় কুড়িগ্রাম। শহরের বিভিন্ন স্থানে মুক্তিযোদ্ধারা বিজয় পতাকা উত্তোলন করে।

পুস্পমাল্য মুক্ত দিবস সাংস্কৃতিক সংগঠন হানাদার মুক্ত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর