Friday 13 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বান্দরবানে ৫২ কোটি টাকা ব্যয়ে ৯টি উন্নয়ন কাজের উদ্বোধন


৬ ডিসেম্বর ২০২০ ১৭:৫২ | আপডেট: ৬ ডিসেম্বর ২০২০ ১৭:৫৩

বান্দরবান: জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে ৫২ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে ৯টি উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। রোববার (৬ ডিসেম্বর) সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এসব কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের অর্থায়নে ৫১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে ৬টি এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে ৩টি উন্নয়ন কাজ করা হচ্ছে।

বিজ্ঞাপন

উন্নয়ন কাজগুলো হচ্ছে- এলজিইডি অর্থায়নে বাইশারী জিসি হতে ঈদগড় বাজার সড়ক উন্নয়ন, ঈদগড় সাপেরঘেরা হয়ে কাগজীখোলা সড়ক নির্মান, বাইশারী ইউপি থেকে দোছড়ি ইউপি পর্যন্ত সড়ক নির্মাণ, লংঘদু থেকে বাকখালী সড়ক নির্মাণ, দোছড়ি ইউপি সড়কে ৩২ মিটার আরসিসি গার্ডার ব্রীজ নির্মাণ, বাইশারী বাজারে গ্রামীন বাজান ভবন নির্মাণ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে বাইশারী ইউনিয়ন কলেজ ভবন নির্মাণ, বাইশারী বালিকা উচ্চ বিদ্যালয় ভবন নির্মাণ ও নারিচবুনিয়া বৌদ্ধ বিহার নির্মাণ কাজ।

পরে বাইশারী স্কুল মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে। কোনো ষড়যন্ত্র আওয়ামী লীগের উন্নয়নের ধারা থেকে নাড়াতে পারবে না। এই সরকারের আমলে পার্বত্যাঞ্চলে ব্যাপক উন্নয়ন হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ সবক্ষেত্রেই এগিয়ে গেছে। পার্বত্যবাসীর উন্নয়নে সরকার অত্যন্ত আন্তরিক। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বদলে গেছে পাহাড়ের দৃশ্যপথ।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে- পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান নূরুল আলম নিজামি, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, নাইক্ষ্যংছড়ি ইউএনও সাদিয়া আফরিন কচি, বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী ইয়াছির আরাফাত, এলজিইডি সিনিয়র প্রকৌশলী জামাল উদ্দিন, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষ্মীপদ দাস, উন্নয়ন বোর্ডের সিনিয়র সহকারী প্রকৌশলী তুসির চাকমাসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

উদ্বোধন নাইক্ষ্যংছড়ি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বীর বাহাদুর উশৈসিং

বিজ্ঞাপন

শহিদ বুদ্ধিজীবী দিবস আজ
১৪ ডিসেম্বর ২০২৪ ০০:০২

আরো

সম্পর্কিত খবর