‘ধর্মীয় শক্তি বাদ দিয়ে নৈতিক শক্তি দিয়ে আমাদের মোকাবিলা করুন’
৬ ডিসেম্বর ২০২০ ১৮:১০
ঢাকা বিশ্ববিদ্যালয়: ভাস্কর্যবিরোধীদের নৈতিক শক্তি দিয়ে মোকাবিলার আহ্বান জানিয়ে বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনজিত চন্দ্র দাস বলেন, ধর্মীয় শক্তি বাদ দিন। যদি মায়ের দুধ খেয়ে থাকেন, তাহলে নৈতিক শক্তি দিয়ে আমাদের মোকাবিলা করুন।
রোববার (৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন। কুষ্টিয়ায় রাতের অন্ধকারে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে দেওয়ার ঘটনায় পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয়ভাবে এই বিক্ষোভের আয়োজন করে বাংলাদেশ ছাত্রলীগ।
এর আগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে এসে শেষ হয়।
সমাবেশে সনজিত চন্দ্র দাস বলেন, ‘কুষ্টিয়ার ঘটনা আমাদের বুকে আগুন জ্বালিয়ে দিয়েছে। যারা এ কাজ করেছে, তারা দিনের বেলা বাবা (ইয়াবা) খেয়ে ঘুমায়। রাতের বেলা সোজা হয়ে দাঁড়ায়, এসে ভাস্কর্য ভাঙে। তাদের এত সাহস বেড়ে গেছে, তারা এখন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদককে নিয়ে কথা বলে।’
কুষ্টিয়ায় রাতের অন্ধকারে যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙেছে, তারা দিনের বেলা ‘বাবা’ (ইয়াবা) খেয়ে ঘুমায় বলে মন্তব্য করেন সনজিত চন্দ্র দাস।
সমাবেশে সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙেছে, তাদের সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে। এই ধরনের কার্যক্রমে জড়িত, তারা পাকিস্তানি প্রেতাত্মা।’ এ সময় নাহিয়ান খান জয় বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননাকারীদের পুলিশে তুলে দেওয়ার আগে গণধোলাই দিয়ে হাত-পা ভেঙে দেওয়ার আহ্বান জানান।
সমাবেশে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, ‘বাংলাদেশের সংস্কৃতির উপর, মুক্তিযুদ্ধের মূল্যবোধের উপর, শিল্পের স্বাধীনতার উপর একটি কুচক্রী মহল ধারাবাহিকভাবে আঘাত করার চেষ্টা করছে। একটি অংশ এখন ভাস্কর্যের বিরোধিতা করছে। কয়দিন পর দেখবেন, এরা বলবে— রাজু ভাস্কর্য থাকবে না, শহীদ মিনার থাকবে না, ছবি তোলা হারাম, ফুল দেওয়া হারাম। এই সমস্ত কাজ করার জন্য মৌলবাদী কাঠমোল্লারা শরীয়া পুলিশ হয়ে আজকে হাজির হয়েছে।’ ভাস্কর্যবিরোধী কাঠমোল্লাদের সামাজিকভাবে প্রতিহত করার আহ্বান জানান ছাত্রনেতা সাদ্দাম।
কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর (উত্তর) শাখার সভাপতি মো. ইব্রাহিম, সাধারণ সম্পাদক সাইদুর রহমান হৃদয়, ঢাকা মহানগর (দক্ষিণ) শাখার সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক মো. জোবায়ের আহমেদসহ কেন্দ্রীয় ছাত্রলীগের নেতারা।
ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় ধর্মীয় শক্তি নৈতিক শক্তি সনজিত চন্দ্র দাস