কোস্ট গার্ডের অভিযান, সাড়ে ৪ লাখ ইয়াবাসহ মিয়ানমারের ৩ নাগরিক আটক
৭ ডিসেম্বর ২০২০ ১৬:৫৯
ঢাকা: বাংলাদেশ কোস্টগার্ডের কক্সবাজার টিমের গোপন অভিযানে সাড়ে ৪ লাখ ইয়াবা ও নগদ টাকাসহ মিয়ানমারের ৩ নাগরিককে গ্রেফতার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড সদস্যরা।
সোমবার (৭ ডিসেম্বর) বিকেলে সারাবাংলাকে এ তথ্য জানান কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এম হামিদুল ইসলাম।
তিনি জানান, গতকাল ৬ ডিসেম্বর মধ্যরাতে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও সেন্টমাটিন্স যৌথ অভিযান পরিচালনা করে ছেড়া দ্বীপ এর পাঁচ নটিক্যাল মাইল দক্ষিণে সমুদ্র থেকে ৪ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ও মিয়ানমারের টাকাসহ মিয়ানমারের তিন নাগরিককে আটক করে।
হামিদুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, সমুদ্রপথে মিয়ানমার থেকে বাংলাদেশে ইয়াবা পাচার হবে। এমন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় অভিযানের জন্য কোস্ট গার্ড সদস্যরা অবস্থান নেয়। অভিযান চলাকালীন সময় মায়ানমার সীমানা থেকে একটি কাঠের নৌকা বাংলাদেশ সীমানায় আসতে দেখা যায়। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে ধাওয়া করে নৌকাটি আটক করা হয়। পরবর্তীতে ওই নৌকা তল্লাশী করে তিন ব্যক্তিকে আটক করা হয় এবং নৌকার ভেতরে তিনিটি প্লাস্টিকের বস্তায় লুকায়িত অবস্থায় ৪ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ও ৯ লাখ ৫১ হাজার কিয়াত (মায়ানমারের টাকা) উদ্ধার করা হয়।’
তিনি বলেন, ‘জানা গেছে এরা প্রত্যেকেই মিয়ানমারের নাগরিক এবং দীর্ঘদিন ধরে সমুদ্রপথে এভাবে ইয়াবা পাচার করে আসছে।’
তিনি আর জানান, পরে আটক ব্যক্তিদের, তাদের কাছ থেকে উদ্ধার হওয়া ইয়াবা, মিয়ানমারের টাকা ও কাঠের নৌকাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ কোস্ট গার্ডের আওতাভুক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ রোধে কোস্ট গার্ডের জিরো টলারেন্স নীতি অবলম্বন করে, নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।