Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শীত আসতে না আসতেই রাজধানীতে বেড়েছে ছিনতাই


৭ ডিসেম্বর ২০২০ ২২:২৮

প্রতীকী ছবি: সারাবাংলা

ঢাকা: প্রতিবছরই শীতের সময় রাজধানীতে ছিনতাই বেড়ে যায়। ঘন কুয়াশার কারণে কিছু দেখা না যাওয়ায় সহজে সটকে পড়ার সুযোগ, সিসি ক্যামেরায় চেহারা চিনতে না পারা এবং শীতের রাতে বাইরে লোকজন অপেক্ষাকৃত কম থাকা মূলত ছিনতাই বেড়ে যাওয়ার কারণ। তবে এবছর শীত আসতে না আসতেই রাজধানীতে ছিনতাই বেড়ে গেছে।

সম্প্রতি একরাতে একইসঙ্গে রাজধানীতে অন্তত তিনটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এর মধ্যে দুজন গণমাধ্যমকর্মী ছিনতাইয়ের শিকার হন। একজন দৈনিক ভোরের কাগজের সিনিয়র ক্রাইম রিপোর্টার দেব দুলাল মিত্র, অন্যজন আরটিভি অনলাইনের স্টাফ রিপোর্টার মিথুন চৌধুরী। এছাড়া আরেকজন উত্তরার মিরাজ শিকদার।

বিজ্ঞাপন

রাত একটার দিকে রাজধানীর মোহাম্মদপুরের জাফরাবাদ এলাকায় ছিনতাইয়ের কবলে পড়েন ভোরের কাগজের সাংবাদিক দেব দুলাল মিত্র। তার গলায় ছুরি ধরে ছিনতাই করা হয়। দেব দুলাল মিত্র সারাবাংলাকে বলেন, ‘রাতে ধানমন্ডির শংকর বাসস্ট্যান্ড থেকে পায়ে হেঁটে বাসায় ফিরছিলাম। পশ্চিম ধানমন্ডি জামে মসজিদ পার হওয়ার পর বিপরীত দিক থেকে রিকশা যোগে আসা দুই ছিনতাইকারী আমার পথ রোধ করে। কিছু বুঝে ওঠার আগে এক যুবক গলায় ছুরি ধরে, অন্যজন পকেট থেকে মানিব্যাগ ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। মাত্র ৪০ সেকেন্ডের ব্যবধানে রিকশাসহ ছিনতাইকারীরা সটকে পড়ে। এ ঘটনায় পরদিন সকালে মোহাম্মদপুর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।’

এ বিষয়ে জানতে চাইলে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল লতিফ সারাবাংলাকে বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আশপাশের সিসি ক্যামেরা খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নিচ্ছে।’

রাজধানীর মগবাজার রেললাইন ধরে রাতে বাসায় ফেরার পথে ছিনতাইয়ের কবলে পড়েন বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির সংবাদকর্মী মিথুন চৌধুরী। তার চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে পকেটে থাকা ১৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। তাৎক্ষণিকভাবে চিৎকার করে ছিনতাইকারীকে ধরার চেষ্টা করলেও কোনো লাভ হয়নি। এরপর মগবাজার রেলক্রসিংয়ের কাছে এক দোকানে গিয়ে চোখ-মুখে পানি দিয়ে যন্ত্রণা কমানোর চেষ্টা করেন তিনি।

বিজ্ঞাপন

মিথুন সারাবাংলাকে বলেন, ‘রাত ১১টার দিকে কারওয়ান বাজার থেকে রেললাইন ধরে পায়ে হেঁটে বাসায় ফেরার পথে হঠাৎ পেছন থেকে এসে আমার চোখে শুকনো মরিচের গুঁড়া ছিটিয়ে দেয় কেউ। এরপর মুহূর্তের মধ্যে আমার পকেটে থাকা ১৫ হাজার টাকা কেড়ে নেয়। প্যান্টের অন্য পকেটে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলেও আমার বাধার মুখে ব্যর্থ হয়।’ ওই সময় আশপাশে অনেকে চলাচল করলেও চিৎকারে কেউ এগিয়ে যায়নি বলেন জানান তিনি।

তিনি আরও বলেন, ‘এলাকায় প্রায়ই ছোটখাটো চুরির ঘটনা ঘটে। এলাকায় পুলিশি টহল থাকলেও তারা নিরাপত্তা দিতে পারছে না। পুলিশের তৎপরতা বাড়ানো দরকার।’

এ ব্যাপারে হাতিরঝিল থানার পরিদর্শক (তদন্ত) মহীউদ্দিন ফারুক বলেন, ‘আমরা ছিনতাইয়ের ঘটনাটি শোনার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। পুরো ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

অন্যদিকে উত্তরার মিরাজ শিকদার বলেন, ‘একটি স্যামসাং মোবাইল ফোন ও নগদ পাঁচ হাজার টাকা ছিনতাই করে নিয়ে গেছে ছিনতাইকারীরা। পরে উত্তরা পশ্চিম থানায় মৌখিকভাবে জানানো হয়েছে। পুলিশ ব্যবস্থা নিতে চেয়েছেন।’

ছিনতাই রাজধানী শীত

বিজ্ঞাপন

নতুন বার্সেলোনায় মুগ্ধ মেসি
২৩ নভেম্বর ২০২৪ ১০:৫৫

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর