Thursday 03 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার ইউক্রেনে বার্ড ফ্লু’র হানা


৮ ডিসেম্বর ২০২০ ০৮:৪৫

ইউক্রেনের দক্ষিণাঞ্চলে দ্রুত সংক্রমণক্ষম এক ধরনের বার্ড ফ্লু’র প্রাদুর্ভাব দেখা দিয়েছে। খবর রয়টার্স।

সোমবার (৭ ডিসেম্বর) ইউক্রেনের খাদ্য এবং কৃষি মন্ত্রণালয়ের এক প্রতিবেদনের বরাতে প্যারিসভিত্তিক ওয়ার্ল্ড অর্গানাইজেশন ফর অ্যানিমেল হেলথ (ওআইই) এ তথ্য জানিয়েছে।

ইউক্রেনের ওই সরকারি প্রতিবেদনে জানানো হয়েছে, দেশটিতে এইচ-ফাইভ ভাইরাসের সেরোটাইপ শনাক্ত করা হয়েছে। তবে, এ ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এদিকে, বার্ড ফ্লু, যার প্রকৃত নাম অ্যাভিয়েন ইনফ্লুয়েঞ্জা, তাকে কেন্দ্র করে ইউরোপজুড়ে সতর্কতা জারি করার মতো সময় এসে যাচ্ছে বলে হুঁশিয়ার করেছে বার্তাসংস্থা রয়টার্স।

এর আগেও, বার্ড ফ্লু’র কারণে এশিয়া এবং ইউরোপে লাখে লাখে হাঁস-মুরগি মারা গেছে। পোল্ট্রি শিল্পে বড় ধসেরও কারণ এই বার্ড ফ্লু।

অ্যাভিয়েন ইনফ্লুয়েঞ্জা ইউক্রেন ওয়ার্ল্ড অর্গানাইজেশন ফর অ্যানিমেল হেলথ (ওআইই) টপ নিউজ বার্ড ফ্লু

বিজ্ঞাপন

খুলনার বড় বাজারে আগুন
৩ এপ্রিল ২০২৫ ২২:২৫

আরো

সম্পর্কিত খবর