এন্টি টেররিজমের হাতে জুয়া পরিচালনার দুই অ্যাডমিন গ্রেফতার
১১ ডিসেম্বর ২০২০ ১৮:৫৭
ঢাকা: অনলাইনে সফটওয়ার বানিয়ে জুয়ার রমরমা ব্যবসা চলছে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে। এসব জুয়ারিদের ধরতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর এবং নিয়মিত অভিযান চালিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় পুলিশের এন্টি টেররিজম ইউনিট জুয়া পরিচালনার দুই অ্যাডমিনকে গ্রেফতার করেছে। এরা হলো বাগেরহাটের মোড়লগঞ্জের সাব্বির আহমেদ কাওসার (১৯) এবং খাগড়াছড়ির গুইমারা এলাকার মনোয়ার হোসেন (২৬)।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে ঢাকার সাভার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এন্টি টেররিজম ইউনিটের মিডিয়া শাখার সহকারী পুলিশ সুপার ওয়াহিদা পারভীন গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘বেশ কিছুদিন ধরে এই জুয়ারিদের নজরদারি করা হচ্ছিল। সাধারণ মানুষকে বোকা বানিয়ে অর্থ আত্মসাৎ করে আসছিল। মোবাইলের মাধ্যমে এ সব জুয়া যে কেউ খেলতে পারেন। লোভে পড়ে সাধারণ মানুষজন এ খেলায় মেতে ওঠেন। একপর্যায়ে সব হারিয়ে পুলিশের কাছে অভিযোগ করে। এমনই একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে এন্টি টেররিজম ইউনিট জুয়া খেলার দুই অ্যাডমিনকে গ্রেফতার করে।
ওয়াহিদা পারভীন আরও বলেন, ‘গ্রেফতারের সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম পরিচালনার কাজে ব্যবহৃত সাতটি স্মার্টফোন, ১৪টি সিম কার্ড ও তাদের স্মার্ট ফোনে অনলাইন জুয়ার সাইট উন্মুক্ত অবস্থায় জব্দ করা হয়েছে।’
গ্রেফতার হওয়া সাব্বির আহমেদ কাওসার ও মনোয়ার হোসেন সমস্যা এবং সমাধান নামক ফেসবুক গ্রুপের মাধ্যমে সাধারণ মানুষকে আকৃষ্ট করে অনলাইন জুয়ায় অংশগ্রহণ করাত। এখানে আকৃষ্ট হয়ে অনেক সাধারণ লোক অনলাইন জুয়ায় অংশগ্রহণ করে সর্বস্বান্ত হয়েছেন। উদ্দেশ্যমূলকভাবে পরিচয় গোপন করে পরস্পর যোগসাজশে অর্থ প্রাপ্তিপ্রতারণা বা ঠকাবার উদ্দেশ্যে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে অপর ব্যক্তির পরিচয় ও তথ্য সংগ্রহপূর্বক অবৈধ ই-ট্র্যানজেকশন করার অপরাধে তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৪(১)/২৬(১)/৩০(১) ধারায় সাভার থানায় মামলা দায়ের করা হয়েছে।