Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গোল্ডেন মনিরের জামিন আবেদন নামঞ্জুর


১৩ ডিসেম্বর ২০২০ ১৪:২৯

ঢাকা : অস্ত্র, মাদক ও বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কারসহ গ্রেফতার মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরের বিরুদ্ধে বাড্ডা থানার দায়ের করা মাদক আইনের মামলায় জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ রোববার শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মণ্ডল এ আদেশ দেন।

এর আগে গত ১০ ডিসেম্বর অস্ত্র, বিশেষ ক্ষমতা এবং মাদক আইনের পৃথক তিন মামলায় গোল্ডেন মনিরকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়। ওইদিন মনিরের পক্ষে তার আইনজীবী মাদক মামলায় জামিন আবেদন করেন। আদালত জামিন শুনানির জন্য রোববার দিন ধার্য করেন।

বিজ্ঞাপন

গত ২০ নভেম্বর রাত ১০টা থেকে পরদিন সকাল নয়টা পর্যন্ত রাজধানীর মেরুল বাড্ডায় গোল্ডেন মনিরের বাড়িতে অভিযান চালায় র‍্যাব। রাতভর অভিযানে ৬০০ ভরি স্বর্ণালঙ্কার, একটি বিদেশি পিস্তল ও নগদ এক কোটি ৯ লাখ টাকা জব্দ করা হয়। এছাড়াও বিলাসবহুল পাঁচটি গাড়ি জব্দ করা হয়। সেই সঙ্গে ১০টি দেশের প্রায় ৯ লাখ টাকার অবৈধ মুদ্রা পাওয়া গেছে। এসব অপরাধে গোল্ডেন মনিরকে গ্রেফতারের পর হেফাজতে নেয় র‍্যাব।

 

 

আদালত গোল্ডেন মনির ধীমান চন্দ্র মণ্ডল