স্বাধীনতাবিরোধীদের দাঁতভাঙা জবাব দেবেন মুক্তিযোদ্ধারা
১৩ ডিসেম্বর ২০২০ ১৬:৩৬
ঢাকা: একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা, বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননাকারীদের উপযুক্ত শাস্তির পাশাপাশি ভাস্কর্য শিল্পের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থানকারী উগ্রমৌলবাদী চক্রের আস্ফালন বন্ধে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। না হলে আমরা মুক্তিযোদ্ধারা জনগণকে সঙ্গে নিয়ে তাদের উপযুক্ত দাঁতভাঙা জবাব দেবে।
রোববার (১৩ ডিসেম্বর) এক বিবৃতিতে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা এসব কথা বলেন।
বিবৃতিতে তারা বলেন, ‘আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, গত কয়েকদিন ধরে সাম্প্রদায়িক উগ্র মৌলবাদি ও জঙ্গীগোষ্ঠি ভাস্কর্য শিল্পের বিরুদ্ধে প্রকাশ্যে উস্কানিমূলক বক্তব্য দিয়ে দেশের সরল ধর্মপ্রাণ মানুষদের বিভ্রান্তিতে ফেলে একাত্তরের পরাজয়ের প্রতিশোধ নিতে চাচ্ছে। শুধু তাই নয় তাদের দোসররা কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করেছে যা রাষ্ট্রদ্রোহিতার শামিল এবং আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।’
বিবৃতি দাতা খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা হলেন- কমডোর এ ডব্লিউ চৌধুরী (বীর উত্তম), ক্যাপ্টেন সাহাবুদ্দিন আহমেদ (বীর উত্তম), সাবমেরিনার মো. বদিউল আলম (বীর উত্তম), মাহবুব উদ্দিন আহমেদ (বীর বিক্রম), মো. শাহজাহান সিদ্দিকী (বীর বিক্রম), মেজর এটিএম হামিদুল হোসেন (বীর বিক্রম), অনারারি ক্যাপ্টেন আবদুল হক (বীর বিক্রম), মেজর জেনারেল এম হারুন-অর-রশিদ (বীর প্রতীক), মেজর জেনারেল জামিল উদ্দিন আহসান (বীর প্রতীক), লে. কর্নেল কাজী সাজ্জাদ আলী জহির (বীর প্রতীক), মো. শাহজাহান কবির (বীর প্রতীক), ক্যাপ্টেন কাজী আবদুস সাত্তার বীরপ্রতীকসহ আরও অনেকে।