চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। তারা মোটর সাইকেলের যাত্রী ছিল বলে জানিয়েছে পুলিশ।
রোববার (১২ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার পাঠানীপুল এলাকায় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন- লোহাগাড়া উপজেলার আমিরাবাদ হাজীপাড়া এলাকার মৃত আব্দুল বারেকের ছেলে সাইফুল ইসলাম (৪০) ও ছেলে জাবেদুল ইসলাম (১০)।
একই দুর্ঘটনায় আহত হয়ে সাইফুলের স্ত্রী ডলি আক্তার (৩০) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
পুলিশ জানায়, মোটরসাইকেলযোগে নগরী থেকে গ্রামের বাড়ি ফেরার পথে একটি পিকআপ ভ্যানকে ওভারটেক করতে গিয়ে চট্টগ্রামগামী হানিফ পরিবহনের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলেই বাবা-ছেলে মারা যায়।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইয়াসিন আরাফাত বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। বাবা-ছেলের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ডলি আক্তারকে চমেক হাসপাতালে পাঠানো হয়।’