বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ
১৩ ডিসেম্বর ২০২০ ২১:৪২
নোয়াখালী: কুষ্টিয়ায় রাতের অন্ধকারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে মুক্তিযোদ্ধা ও জনতার উদ্যোগে উপজেলা চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল হয়েছে। রোববার (১৩ ডিসেম্বর) সকালে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় এই প্রতিবাদ মিছিল হয়।
মুক্তিযুদ্ধকালীন কোম্পানীগঞ্জ উপজেলার মুক্তিযুদ্ধের ডেপুটি কমান্ডার খিজির হায়াত খানের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ মিছিলে প্রধান অতিথি ছিলেন বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা।
ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতির সভাপতি ও মুক্তিযোদ্ধা তরুণ তপন চক্রবর্তীর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন- কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল, মহিলা ভাইস চেয়ারম্যান আরজুমান পারভীন রুনু, মুক্তিযোদ্ধা আবু নাছের, মুক্তিযোদ্ধা আজিজুল হক, অসুস্থ মুক্তিযোদ্ধা শহীদুল্লাহর স্ত্রী রাইসা ভূঁঞাসহ অনেকে।
মানববন্ধন শেষে প্রতিবাদ মিছিল উপজেলার বসুরহাট বাজারের প্রধান প্রধান সড়ক ঘুরে উপজেলা চত্বরে এসে শেষ হয়। মানববন্ধনে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙায় অভিযুক্তদের কঠিন শাস্তির দাবিও জানানো হয়েছে।